ওডিআই ক্রিকেটের অন্যতম সেরা ২ ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে চর্চা চলছে সমাজ মাধ্যমে। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর ওডিআই সিরিজ থেকেও অধিনায়কত্ব হারান রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বদলে দলের অধিনায়ক বানানো হয় শুভমান গিলকে (Shubman Gill)। ভাইস ক্যাপ্টেনের পদ দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। আর এই সিদ্ধান্তের পরেই, ২০২৭ সালের বিশ্বকাপে রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলতে থাকতেই জানা যাচ্ছে। হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্ক নাকি তলানিতে ঠেকেছে দুই তারকা ক্রিকেটারের।
রোহিত-কোহলির সাথে ঠান্ডা লড়াই চলছে গম্ভীরের

রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) সরিয়ে গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার হেড কোচ বানানো হয়েছিল। শুরুর দিকে বিরাট ও রোহিতের সঙ্গে গম্ভীরের সম্পর্ক ছিল বেশ ভালোই। তবে, সময়ের সাথে সাথে বদলে গেছে সেই সমীকরণ। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলি এবং রোহিত শর্মার সম্পর্ক যে জায়গায় থাকা উচিত ছিল সে জায়গাতে নেই খুব শীঘ্রই দুই তারকার সঙ্গে তাদের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চলেছে বিসিসিআই। সম্ভাবত দ্বিতীয় কিংবা তৃতীয় ওডিআই ম্যাচের মাঝেই মিটিংটি অনুষ্ঠিত হবে।”
Read More: বিরাটের আশীর্বাদ নিয়ে বিপাকে পড়লেন বাঙালি যুবক, টানতে হচ্ছে জেলের ঘানি !!
শুধু গৌতম গম্ভীর নন, শোনা গিয়েছিল অস্ট্রেলিয়া সিরিজের মাঝে রোহিত ও মুখ্য নির্বাচক অজিত আগরকরের মধ্যে সম্পর্কের ফাটলের কথা। গম্ভীর ও কোহলি যেভাবে শুরুর দিকে একে অপরের সঙ্গ বেশ উপভোগ করছিলেন তা চলতি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সফরে দেখতে পাওয়া যাচ্ছে না। যা জল্পনাকে আরও উসকে দিয়েছে। তবে ব্যাট হাতে যেন আরও ধারালো হয়ে উঠেছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে যে দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল রোহিতকে, তিনি সিরিজের সেরা হয়েছিলেন। অস্ট্রেলিয়ায় রোহিতের সেঞ্চুরির পাশাপশি শেষ ম্যাচে ৭৬ রানের ইনিংসও খেলেছিলেন কোহলি। পাশাপশি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও রাঁচির প্রথম ম্যাচে শতরান হাঁকিয়েছেন কোহলি এবং অর্ধশতরান হাঁকান রোহিত।
মাথায় হাত গম্ভীর-আগারকারের

গম্ভীর বা আগারকার রোহিত – কোহলিকে দল থেকে ছেঁটে ফেলতে চাইলেও তাঁরা পারফরম্যান্স দেখিয়ে বারবার নিজেদের প্রমান করছেন। সাবেক ভারত অধিনায়ক ও ১৯৮৩’এর বিশ্বকাপ বিজেতা কৃষ্ণমচারী শ্রীকান্ত মন্তব্য করে বলেছেন যে রোহিত ও কোহলিকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ভারত। শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, “বিরাট কোহলি এবং রোহিত শর্মা একেবারে অন্য স্তরে ব্যাটিং করছেন। ওদের দুজনকে ছাড়া ২০২৭’এর বিশ্বকাপ জেতা যাবে না। একদিকে রোহিত তো অন্যদিকে কোহলি, রাঁচিতে তাঁরা যেভাবে ব্যাটিং করেছেন তা খুবই চমৎকার। ওরা ২০ ওভার টিকে গেলে বিপক্ষ দলের পরাজয় নিশ্চিত যেমনটা দক্ষিণ আফ্রিকার সাথেও হয়েছে। ওদের ব্যাটিংয়েই ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা।”