কে কি বললেন: হরভজন থেকে শুরু করে আইসিসি পর্যন্ত কেদার যাদবের মুরিদ হলেন, যাদবকে নিয়ে বললেন এই কথা 1

এশিয়া কাপ ২০১৮র ফাইনাল ম্যাচ ভারতের দল আর বাংলাদেশ দলের মধ্যে শুক্রবার ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে। এই ম্যাচে টসে জিতে ভারতীয় দল প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানরা দলকে এক দারুণ শুরুয়াত দেন আর ওপেনিং করতে আসা মেহেন্দি হাসান এবং লিটন দাস দলকে ১২০ রানের পার্টনারশিপ গড়ে দেন। কিন্তু যেমনই মেহেন্দি হাসানের রূপে বাংলাদেশ প্রথম ধাক্কা খায়, তেমনই বাংলাদেশের পুরো ইনিংস নড়বড়ে হয়ে যায় আর মাত্র ২২২ রানেই অলআউট হয়ে যায়।

টুইটারে ছেয়ে গেলেন কেদার যাদব
কে কি বললেন: হরভজন থেকে শুরু করে আইসিসি পর্যন্ত কেদার যাদবের মুরিদ হলেন, যাদবকে নিয়ে বললেন এই কথা 2
ভারতীয় দলকে এই দারুণ প্রত্যাবর্তনের শ্রেয় অনেকটাই কেদার যাদবের দিকে যাবে। তিনিই ভারতকে প্রথম সফলতা এনে দিয়েছিলেন। তিনি নিজের ৯ ওভারে দুর্দান্ত বল করে ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। কেদার যাদব নিজের অদ্ভূত অ্যাকশন এবং নিজের দুর্দান্ত বোলিংয়ের কারণে টুইটারে ছেয়ে গিয়েছেন। তাকে লোকে নানা রকম টুইট করছেন আর ভারতীয় দলের প্রত্যাবর্তনের শ্রেয়ও তাকে দিয়েছেন তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *