দেশের মাটিতে যখন ভারতের পুরুষ ক্রিকেটাররা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে হেরে চাপের মুখে তখন সম্পূর্ণ উলটো ছবি দেখা যাচ্ছে মেয়েদের দলে। দক্ষিণ আফ্রিকাতে চলছে মেয়েদের ত্রিদেশীয় সিরিজ। ভারতের মহিলা দলের পাশাপাশি অংশ নিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং উইন্ডিজ দল। সেখানে একের পর এক ম্যাচ জিতে নিয়ে ফাইনালে উঠেছে ‘ওমেন ইন ব্লু।’ স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মারা অসামান্য ফর্ম দেখিয়েছেন বাইশ গজে। প্রথম ম্যাচটিতে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকাকে ২৭ রানে হারান ভারতের মেয়েরা। অপরাজিত ৪১ রানের ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় আমনজোত কৌর’কে। দ্বিতীয় ম্যাচটিতে উইন্ডিজ মহিলা দলের বিপক্ষে দেখা যায় স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) শো। সাথে ঝলসে ওঠে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের ব্যাটও। হরমনপ্রীত (Harmanpreet Kaur) করেন ৫৬ রান। পাশাপাশি বাঁ-হাতি ব্যাটারের চোখধাঁধানো ৭৪ রানের ইনিংসের সুবাদে ক্যারিবিয়ানদের ৫৬ রানে হারায় ভারতীয় দল। দুই প্রতিপক্ষকেই হারিয়ে ‘টিম ইন্ডিয়া’ জায়গা করে নিয়েছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। বাইশ গজে দুরন্ত পারফর্ম্যান্সের ফলে স্বাভাবিকভাবেই চাপমুক্ত রয়েছে দল। তারই এক ঝলক দেখতে পেলেন দেশের ক্রিকেট অনুরাগী জনতা। ভাইরাল হওয়া এক ভিডিও’তে দেখা যাচ্ছে টিমবাসে গলা খুলে গান গাইছেন রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়’রা।
গিটার হাতে জেমাইমা,টিমবাসেই কনসার্ট মেয়েদের-

বিদেশ সফর মানেই হোটেল এবং মাঠের মধ্যেই অধিকাংশ সময় আটকে থাকে ক্রিকেটারদের জীবন। এই একঘেঁয়ে রুটিনে ক্লান্ত হয়ে পড়েন বলেও বিভিন্ন সময়ে জানিয়েছেন বহু ক্রিকেটার। সেই জন্যই ব্যস্ত কর্মসূচীর মাঝে কখনও কখনও মনকে রিল্যাক্স করার জন্যই ব্যাট-বলের বদলে অন্য কিছু বেছে নেন ক্রিকেটাররা। ভারতের মহিলা দলও তার ব্যতিক্রম নয়। দক্ষিণ আফ্রিকায় ভালো ক্রিকেট খেলছে দল। হরমনপ্রীত, স্মৃতি মন্ধানারা ফর্মেও রয়েছেন। ছন্দ ধরে রাখতে এবং মনকে চাপমুক্ত রাখতে এবার গানকেই বেছে নিলেন তাঁরা। টিমবাসে সমবেত কন্ঠে সইফ আলি খান, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘রেস’ সিনেমার ‘পহেলী নজর’ গাইলেন ভারতের মেয়েরা। গিটার বাজিয়ে সুর তোলেন জেমাইমা রড্রিগেজ (Jemimah Rodrigues)। আর তাতে গলা মেলান বাকি সকলে। এর আগেও বহুবার গিটার বাজিয়ে গান গাইতে শোনা গিয়েছে জেমাইমা’কে। নাচ-গানে সাজঘরকে যে মাতিয়ে রাখেন সতীর্থদের প্রিয় ‘জেমি’, তাও বহু সাক্ষাৎকারে বলেছেন স্মৃতি, হরমনরা। আরও একবার জেমাইমা’র (Jemimah Rodrigues) সঙ্গীত প্রতিভার ঝলক দেখতে পেলেন বিশ্বের ক্রিকেট অনুরাগীরা।
দেখে নিন সেই ভিডিও-
Jemimah's Jamming sesh 🎸 ❤️#CricketTwitter 🎥 @JemiRodrigues pic.twitter.com/WAWZFptPMP
— Female Cricket (@imfemalecricket) January 26, 2023