এবার ভারতের ঘরের মাঠেই অনুষ্ঠিত হচ্ছে মহিলা ওডিআই বিশ্বকাপ। দেশের মাটিতে ২০২৩ সালে ভারতীয় দল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছিল এবং ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হতে হয়েছিল। এবার ভারতের মাটিতে দেশের মেয়েরা খেলছেন। তবে, মহিলা দলের (Indian Women Team) হাল বেহাল। দুটি জয় দিয়ে শুরু করার পর আবার দুই ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় অনেকটা নেমে এসেছে ভারত। ভারতের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এবং বাকি দলগুলোর পারফরম্যান্সের উপর ভিত্তি করে এবারের বিশ্বকাপে ভারতের অবস্থান খুব খারাপ বলেই মনে হচ্ছে। এমনকি বিশ্বকাপের আসর থেকে ছিটকে যেতে পারে।
শুরুটা ভালো করেছিল ভারত

প্রথম ম্যাচে ভারতীয় দল শ্রীলংকার বিরুদ্ধে দুর্দান্ত একটি জয় ছিনিয়ে নিয়েছিল ভারত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডের (DLS Method) মাধ্যমে ৫৯ রানে একটি দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল। এরপর ভারতকে খেলতে হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ৮৮ রানের বড় ব্যবধানে পাকিস্তান কে (India beats Pakistan) নাস্তানাবুদ করেছিল ভারতীয় দল ভারতের সেমিফাইনালে দৌড় খুব সহজ বলে মনে হলেও শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তৃতীয় ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং করে ২৫১ রান বানিয়েছিল সাত বল বাকি থাকতে তিন উইকেট হাতে জয় ছিনিয়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর অস্ট্রেলিয়া বিরুদ্ধে ভারতের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল দুর্দান্ত প্রদর্শন দেখালেও অস্ট্রেলিয়া দলগত পারফরমেন্সের (poor performance) কাছে হারতে হয়েছিল ভারতে।
Read More: “ইচ্ছা করেই বাদ দিয়েছে…” ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ অভিমন্যু, নিলেন গম্ভীরের ক্লাস !!
বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে ভারত

বিশেষ করে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক এলিসা হেলি ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ভারতের বানানো ৩৩০ রান তাড়া করতে এসে ৬ বল বাঁকি থাকতেই ৩ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। ভারত চার ম্যাচে ২টি জয়ের সাথে +০.৬৮২ নেট রান রেটে চতুর্থ স্থানে নেমে এসেছে। ভারতীয় দল ১৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে। ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল এবং তারা ৩ ম্যাচ খেলে ৩টি তেই জয় পেয়েছে। তাই ভারতের কাছে কঠিন চ্যালেঞ্জ (points table) হতে চলেছে প্রতিপক্ষকে হারানো। এমনকি, ২৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে হবে ভারতকে। এই ম্যাচটিও ভারতের জন্য সহজ হবে না। ভারত তাদের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিততে সক্ষম হতে পারে। তবে বাঁকি দুই ম্যাচ হেরে গেলে ভারতকে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হবে।