indian-women-team-fined-by-icc

৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। মেগা টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি’র কোপে ভারতীয় নারী দল (Team India)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND W vs AUS W) ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচটিতে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের ওভারর ‘কোটা’ শেষ করতে পারেন নি স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), হরমনপ্রীত কৌর’রা। দুই ওভার পিছিয়ে ছিলেন তাঁরা। স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে ‘উইমেন ইন ব্লু’কে। আইসিসি’র ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে যে ‘কোড অফ কন্ডাক্টের’ ২.২২ ধারা লঙ্ঘনের কারণে ম্যাচ ফি থেকে ১০ শতাংশ জরিমানা হিসেবে দিতে হচ্ছে ভারতের মেয়েদের (Team India)। ম্যাচ রেফারি জি এস লক্ষ্মীর কাছে দোষ স্বীকার করে নিয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক হরমনপ্রীত কৌর। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির পথে আর যায় নি আইসিসি।

Read More: ভারতের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল ঘোষণা: ঋষভ পন্থ বাদ, শুভমান গিল অধিনায়ক !!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হার ভারতের-

India vs Australia | Image: Getty Images
India vs Australia | Image: Getty Images

জরিমানার চেয়েও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বেশী ভাবাবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হার (IND W vs AUS W)। প্রথম ম্যাচটিতে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ভারত (Team India)। ৫০ ওভারে ২৮১ তুলেও জিততে পারেন নি হরমনপ্রীত কৌর’রা। ফিবি লিচফিল্ড (Phoebe Litchfield), বেথ মুনি, অ্যানাবেল সাদারল্যান্ডদের দাপটে ৪৪.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিলো অজি মেয়েরা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলো ‘উইমেন ইন ব্লু।’ স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) দুর্দান্ত শতরানের সৌজন্যে স্কোরবোর্ডে ২৯২ তোলে তারা। বল হাতে জ্বলে ওঠেন ক্রান্তি গৌড় ও দীপ্তি শর্মা। ১৯০ রানের মধ্যে প্রতিপক্ষকে বেঁধে রেখে মুল্লানপুরে সিরিজ ১-১ করেন তাঁরা। অ্যানাবেল সাদারল্যান্ড, এলিস পেরি’রা ব্যাট হাতে প্রতিরোধের চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু শেষরক্ষা করতে পারেন নি সেদিন।

দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে তৃতীয় তথা শেষ ওয়ান ডে’টিতে দেখা গিয়েছিলো রানের মহোৎসব। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy)। ৭৫ বলে ১৩৮ করেন বেথ মুনি। ওপেনার জর্জিয়া ভোল করেন ৬৮ বলে ৮১ রান। বিশ্বকাপের জন্য তিনি যে তৈরি তা ফের একবার বুঝিয়ে দেন এলিস পেরি (Ellyse Perry)। কিংবদন্তি অলরাউন্ডার করেন ৭২ বলে ৬৮। তাঁদের সৌজন্যে ৫০ ওভারে ৪১২ রান স্কোরবোর্ডে তুলে ফেলেছিলো অস্ট্রেলিয়া। পর্বতসমান লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময় অবধি দারুণ গতিতে এগোচ্ছিলো ভারত (Team India)। শতরান করেন স্মৃতি মন্ধানা। চমৎকার ইনিংস খেলেন অধিনায়ক হরমন’ও। কিন্তু মিডল অর্ডারে ধস নামায় ধীরে ধীরে পিছিয়ে পড়ে ‘উইমেন ইন ব্লু।’ দীপ্তি শর্মা (৭২) রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু হার বাঁচাতে পারেন নি তিনি।

রেকর্ড গড়লেন স্মৃতি মন্ধানা-

Smriti Mandhana | Image: Getty Images
Smriti Mandhana | Image: Getty Images

বিশ্বকাপের আগে অসাধারণ ফর্মে রয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে’তে অর্ধশতক করেছিলেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পেরোন শতকের গণ্ডীও। এর মধ্যে তৃতীয় ম্যাচটিতে তো তিনি জায়গা করে নিলেন রেকর্ড বইয়ের পাতাতেও। বিরাট কোহলির ঘরের মাঠেই তাঁকে টপকে গেলেন নারী দলের (Team India) সহ-অধিনায়ক। ২০১৩ সালে জয়পুরের সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৫২ বলে ১০০ রান করেছিলেন বিরাট (Virat Kohli)। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ভারতীয়ের করা দ্রুততম শতরান এতদিন ছিলো সেটিই। কিন্তু ২০ সেপ্টেম্বর অজিদের বিপক্ষেই ৫০ বলে শতকের মাইলস্টোন ছুঁয়ে সেই রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি। সদ্যসমাপ্ত সিরিজে প্রথম এশীয় নারী ব্যাটার হিসেবে তিন ফর্ম্যাট মিলিয়ে ১৫ শতরান করার নজিরও গড়েন বাম হাতি তারকা।

Also Read: অভিষেক শর্মা’র উত্থানে অন্ধকারে এই তারকার কেরিয়ার, চিরতরে বন্ধ হয়েছে জাতীয় দলের দরজা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *