প্রথম ৪টি ম্যাচে জয় হাসিল করে ভারতীয় দল পঞ্চম আর শেষ টি-২০ ম্যাচ বে ওভালে খেলতে নেমেছিল। যেখানে ভারতীয় দল প্রথমে ব্যাট করে সম্মানজক স্কোর করে। যারপর নিউজিল্যান্ড দল এই ম্যাচেও ভালো শুরু করে তার ফায়দা তুলতে পারেনি আর এই ম্যাচ ৭ রানে হেরে যায়। ভারত এই সিরিজে নিউজিল্যান্ডকে ক্লীন সুইপ করে দেয়।
ভারত করেছিল সম্মানজক স্কোর
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা ভারতীয় দল শুরুতেই বড়ো ধাক্কা খায়। সঞ্জু স্যামসন মাত্র ২ রান করে আউট হয়ে আন। এরপর কেএল রাহুল আর রোহিত শর্মা ভালো ব্যাটিং করেন এবং ভারত পাওয়ার প্লেতে ভালো রান করে। রাহুল ৪৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কার্যনির্বাহী অধিনায়ক রোহিত শর্মা ৬০ রান করেন। অন্যদিকে তাকে সঙ্গ দিয়ে শ্রেয়স আইয়ার ৩৩ রান করেন। এর ফলে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রানের স্কোর খাড়া করে। নিউজিল্যান্ডের হয়ে হামিস বেনেট ১ উইকেট নেন, এবং স্কট কুগলেইজন ২ উইকেট নেন।
নিউজিল্যান্ড হলো ঘরের মাটিতে ক্লীন সুইপ
লক্ষ্য তাড়া করতে নামা নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। তারা মাত্র ১৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। যদিও তারপর অভিজ্ঞ রস টেলর আর উইকেটকিপার টিম সিফর্টের মধ্যে ভালো পার্টনারশিপ হয়। যার মধ্যে রস টেলর ৫৩ আর টিম সিফর্ট ৫০ রান করেন। শিভম দুবের এক ওভারে নিউজিল্যান্ড দল ৩৪ রান করে। যারপর এই ম্যাচ নিউজিল্যান্ডের পক্ষে চলে যাচ্ছিল। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ৩টি, শার্দূল ঠাকুর ২টি উইকেট নেন। এর ফলে ভারত এই ম্যাচে ৭ রানে জিতে নেয়। এবং নিউজিল্যাণ্ডকে ঘরের মাঠে ক্লীণ সুইপ হতে হয়।