"লজ্জা লজ্জা..", অজিদের বিপক্ষে সিরিজ হেরে ভারতীয় ওডিআই দল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় !! 1

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দল ট্রফি জয় করেছিল। ওডিআই ফরম্যাটে দুরন্ত ফর্মে থেকে রোহিত শর্মা (Rohit Sharma) জাতীয় দলকে সন্মান এনে দিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) বিপক্ষে ওডিআই সিরিজে মাঠে নামার আগে একদিনের ক্রিকেটে গৌতম গম্ভীর (Gautam Gambhir) একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটান‌। অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই তরুণ তারকার তত্ত্বাবধানে একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হচ্ছে ব্লু ব্রিগেডরা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে এবার সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এল গম্ভীরের দল।

Read More: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই খেলেই অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি !

দ্বিতীয় ম্যাচেও হার-

"লজ্জা লজ্জা..", অজিদের বিপক্ষে সিরিজ হেরে ভারতীয় ওডিআই দল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় !! 2
IND vs AUS | Image: Getty Images

পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দল ৭ উইকেটে হারের সম্মুখীন হয়েছিল। অ্যাডিলেডে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আজ মাঠে নামে শুভমান গিলরা। ম্যাচের প্রথম ইনিংসে রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দুরন্ত ব্যাটিংয়ে লড়াইয়ে পৌঁছায় ভারতীয় দল। ২৬৫ রানের লক্ষ্যমাত্রা দেয় ব্লু ব্রিগেডরা। এই রান তাড়া করতে নেমে ম্যাথু শর্ট (Matthew Short) ব্যাট হাতে জ্বলে ওঠেন। এরপর কুপার কনলির (Cooper Connolly) ব্যাটংয়ে ভর করে ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় অজিরা। ভারতীয় বোলারদের মধ্যে আর্শদীপ সিং (Arshdeep Singh) থেকে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) দলকে জয় এনে দিতে ব্যর্থ হন। ব্যাট হাতেও ভরসা দিতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli), শুভমান গিলের (Shubman Gill) মতো তারকা।

দ্বিতীয় ম্যাচেও অধিনায়ক হিসেবে গিল ব্যর্থ হয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন। একজন লিখেছেন, “এই ম্যাচেও কুলদীপ যাদবের (Kuldeep Yadav) অভাব অনুভব করছে দল। একজন দুরন্ত ফর্মে থাকা স্পিনারকে দলে না নিয়ে বড়ো ভুল করেছেন গৌতম গম্ভীর।” ক্রিকেট ভক্ত লিখেছেন, “আমার মনে হয় না এই দল নিয়ে ২০২৭ ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) জিতবে দল‌।”

এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তীব্র কটাক্ষ করে বলেছেন, “সেরা সাদা বলের অধিনায়ক দলে রয়েছেন কিন্তু অধিনায়ক নন। সেরা ক্রিকেট কোচ দেশে আছেন কিন্তু তিনি কোচ নন। সেরা অলরাউন্ডার আছেন কিন্তু তিনি দলে নেই। গৌতম গম্ভীর এবং অজিত আগরকরকে (Ajit Agarkar) অবিলম্বে বরখাস্ত করা উচিত।”

দেখুন সেই ট্যুইট চিত্র-

Read Also: “নটঙ্কি নাচ করো..”, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়লেন শুভমান গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *