কুয়েত-UAE-নেপালের কাছে লজ্জার হার টিম ইন্ডিয়ার, দীনেশ কার্তিকদের নিয়ে চরম বিতর্ক !! 1

আজ অস্ট্রেলিয়ার (India vs Australia T20 Series) মাটিতে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে মাঠের মধ্যে চলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের দখলে করতে চাইছে ব্লু ব্রিগেডরা। তার আগেই এবার ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারদের লজ্জাজনক হার চর্চায় উঠে এসেছে। নেপাল, কুয়েতের মতো দেশের বিপক্ষে হেরে মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না দিনেশ কার্তিকরা (Dinesh Karthik)। হংকং সিক্সেসে (Hongkong Sixes) ভারতীয় দলের হতাশাজনক ছবি বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে গ্ৰুপ পর্বে পিছিয়ে পড়েছে তারা।

Read More: “সূর্যকুমারকেও ৩০ ম্যাচে নিষিদ্ধ করা হোক”, হারিস রাউফের ব্যান নিয়ে জয় শাহকে তোপ, পাক তারকার !!

কুয়েতের বিপক্ষে হার-

কুয়েত-UAE-নেপালের কাছে লজ্জার হার টিম ইন্ডিয়ার, দীনেশ কার্তিকদের নিয়ে চরম বিতর্ক !! 2
Dinesh Karthik | Image: Twitter

বিশ্ব ক্রিকেটের মানচিত্রে ভারত বর্তমানের সবচেয়ে সফল দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলা ক্রিকেট দলের সফলতাও বর্তমানে সম্মান এনে দিচ্ছে। এর মধ্যেই কুয়েতের (India vs Kuwait) কাছে হেরে ব্লু ব্রিগেডরা লজ্জার দৃষ্টান্ত তৈরি করল। আজ হংকং সিক্সেসের প্রথম ম্যাচে ভারত কুয়েতের বিপক্ষে মাঠে নামে। ম্যাচে প্রথম ইনিংসে ইয়াসিন প্যাটেলের (Yasin Patel) ১৪ বলে বিধ্বংসী ৫৮ রানের ইনিংসে কুয়েত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে নেয়।

এই রান তাড়া করতে নেমে তারকা ওপেনার রবিন উথাপ্পা (Robin Utthapa) শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। স্টুয়ার্ট বিনি (Stuart Binny) করেন মাত্র ২ রান। অধিনায়ক দিনেশ কার্তিক ৪ বলে ৮ রান করে মাঠ ছাড়েন। এর ফলে ৫.৪ ওভারে ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত। এর সঙ্গেই কুয়েত ২৭ রানে জয় ছিনিয়ে নেয়।

আরব আমিরাতের বিপক্ষে ব্যর্থ-

এরপর আজ দিনের দ্বিতীয় ম্যাচে হংকং সুপার সিক্সেসে (Hongkong Sixes) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিল ব্লু ব্রিগেডরা। ম্যাচে মিঠুন মনহাসের (Mithun Manhas) দুরন্ত অর্ধশতরানের এবং দিনেশ কার্তিক (Dinesh Karthik) ১৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন। এর ফলে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে ভারত। এই রান তাড়া করতে নেমে অধিনায়ক খালিদ শাহের (Khalid Shah) দুরন্ত অর্ধশতরানে ভর করে ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় সংযুক্ত আরব আমিরাত।

নেপালের বিরুদ্ধে পরাজয়-

কুয়েত-UAE-নেপালের কাছে লজ্জার হার টিম ইন্ডিয়ার, দীনেশ কার্তিকদের নিয়ে চরম বিতর্ক !! 3
India vs Nepal | Image: Twitter

হংকং সিক্সেসের আজ ব্লু ব্রিগেডরা তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচেও জয় তুলে নিতে পারেনি তারা। ম্যাচে প্রথম ইনিংসে বিধ্বংসী ফর্মে ছিল নেপালের টপ অর্ডার। ৬ ওভারে ১৩৭ রান তুলে নেয় তারা। এই রান তাড়া করতে নেমে ওপেনার রবিন উথাপ্পা (Robin Utthapa) মাত্র ৫ রান করে দলকে বিপদে ফেলে দেন। অধিনায়ক দিনেশ কার্তিক (Dinesh Karthik) করেন মাত্র ৭ রান। স্টুয়ার্ট বিনি ফেরেন শূন্য রানে। ফলে মাত্র ৪৫ রানেই গুটিয়ে যায় ব্লু ব্রিগেডদের ইনিংস। ৯২ রানের বিশাল জয় পায় নেপাল।

Read Also: “ক্যারিয়ার শেষ করে দিন…”, সঞ্জুকে নিয়ে ছেলেখেলা করায় গম্ভীরকে তীব্র আক্রমণ প্রাক্তন ভারতীয় ওপেনারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *