ঋতেন্দ্র সিং সোধি
সোধি ভারতীয় দলের হয়ে ২২টি একদিবসীয় ম্যাচ খেলে মাত্র ৩টি উইকেটের সহিত ২৮০ রান করেছিলেন। সোধি ছিলেন ভারতীয় দলের উঠতি তারকা পেস বোলিং অলরাউন্ডার কিন্তু তিনি সেই ভাবে নিজেকে প্রমান করতে না পারার জন্য খুব অল্প বয়েসেই তার ক্যরিয়ার শেষ হয়ে গিয়েছিলো।