বক্সিং ডে টেস্টে এই কাজ করে মন জিতে নিলেন ভারতীয় দর্শকরা, অভিনব ব্যানারে মোহিত শেন ওয়ার্নও 1

এই মুহুর্তে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বেশ উত্তেজক পরিস্থিতিতে চলছে বক্সিং ডে টেস্ট ম্যাচ। প্রথম ম্যাচে দুরন্ত জয় পাওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে নয়া অধিনায়ক অজিঙ্ক রাহানের টিম ইন্ডিয়া। আর বক্সিং ডে টেস্ট আলাদাই জোশ আনে দুই দলের মধ্যে। কিন্তু এই ব্যাট ও বলের লড়াইয়ের মাঝখানে আসল বিজয়ী হয়ে গেলেন ভারতীয় দর্শকরা। করলেন এমন এই কাজ, যাতে মোহিত হয়ে গিয়েছেন খোদ শেন ওয়ার্নও।

India (IND) vs Australia (AUS) 2nd Test Day 1 Live Score: Head, Labuschagne  steady Australia after early hiccups - India Today

বিদেশের মাটিতে খেলা হলেও এত বেশি পরিমাণে ভারতীয় সমর্থকরা চলে আসেন, যেন মনে হয় খোদ ভারতেই খেলা হচ্ছে। আর অস্ট্রেলিয়ায় হলে তো প্রায় অর্ধেক দর্শকই ভারতীয়। আর সেরকমই মেলবোর্নে ৩০ হাজারি দর্শকদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ছিল চোখে পড়ার মত। এই অবস্থায় হঠাতই দুইজন ভারতীয় সমর্থক এমন ব্যানার দেখালেন, যা দেখলে আপনি হেসে এবং গর্বিত না হয়ে থাকতে পারবেন না।

Indian fans can outnumber you in Melbourne also, it's really weird feeling:  Usman Khawaja - Sports News

তখন প্রথম সেশন শেষ হয়ে লাঞ্চ চলছিল। সেই সময় বিশ্লেষণ করছিলেন কিংবদন্তী অসি লেগ স্পিনার শেন ওয়ার্ন। এমন সময় যেভাবে বিশেষজ্ঞরা বসেছিলেন, সেই গ্যালারিতে ক্যামেরার সামনে দুই ভারতীয় সমর্থক দুটি পোস্টার নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। একটিতে লেখা ছিল, “Divided by teams, United by Butter Chicken”, যার বাংলা সারমর্ম করলে বোঝায়, “দলগত দিক থেকে আলাদা হলেও বাটার চিকেনের দিক থেকে আমরা এক”। আর তারপর আরও একটি ব্যানারে দেখা যায়, “36 in an innings, 36 in an over, We have it both, India”। এর বাংলা সারমর্ম হল, “এক ওভারে যেমন ৩৬ রান করতে পারি, তেমনি এক ইনিংসেও ৩৬ করতে পারি। আমরা ভারত।”

আর এই দেখে নিজেকে সামলাতে পারেননি শেন ওয়ার্ন। শুধু ওয়ার্নই নন, গোটা ক্রিকেট বিশ্বই এই কান্ড দেখে দারুণ মজা পেয়েছে। আর এই উদ্যোগটি নিয়েছে একটি বিশেষ ভারতীয় সমর্থকদের কমিউনিটি। গোটা বিশ্বে একটি বিশেষ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান কমিউনিটি আছে, যার নাম ভারত আর্মি। ইংল্যান্ডের বার্মি আর্মির অনুকরণে তৈরি হয়েছে এই ফ্যান কমিউনিটি। প্রতিটি বিদেশ সফরে এই ভারত আর্মির সদস্যদের দেখা যায়, এবং অভিনব চ্যান্ট ও ব্যানারের মাধ্যমে গ্যালারিকে উৎসাহিত করে তোলেন। আর বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে আবারও তা করে দেখাল ভারত আর্মি।

ICC World Cup: Bharat Army's 8000 fans from 22 countries to converge in UK  - myKhel

এই রিপোর্ট লেখার সময় ৪০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১১৭/৩। ব্যাট করছিলেন মার্নাস লাবুশানে ৩৯ (৯৮) এবং ট্রাভিস হেড ৩৮ (৮৫)।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *