indian-squad-for-womens-world-cup-out

২০০৫ ও ২০১৭ সালে বিশ্বকাপের (ICC World Cup) ফাইনালে পৌঁছেও ট্রফি জিততে পারে নি ভারতের মেয়েরা (Team India)। একবার অস্ট্রেলিয়া ও একবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভেঙেছিলো স্বপ্ন। টি-২০ বিশ্বকাপ, কমনওয়েলথ গেমসের মত টুর্নামেন্টেও বারবার তীরে এসে তরী ডুবেছে তাদের। সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্স-আপ হয়েই। ২০২৫-এ সেই যন্ত্রণাদায়ক অধ্যায়গুলিকে পিছনে ফেলার সুযোগ রয়েছে ‘উইমেন ইন ব্লু’র সামনে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ (ICC World Cup)। শ্রীলঙ্কা ও ভারতে বসছে প্রতিযোগিতার আসর। এই সুযোগ হাতছাড়া করতে নারাজ বিসিসিআই। আজ বিকেলে সাংবাদিক সম্মেলন করে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন মুখ্য নির্বাচক নীতু ডেভিড ও অধিনায়ক হরমনপ্রীত কৌর। তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতাকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে দল নির্বাচনের ক্ষেত্রে।

Read More: “ঘোড়া পায় না ঘাস, গাধা খায় চমনব্রাস…” এশিয়া কাপ দলে বুমরাহের নির্বাচন নিয়ে শুরু সমালোচনা !!

নেতৃত্বে হরমন, জায়গা পেলেন না শেফালী-

No Shafali Verma in Harmanpreet Led World Cup Squad | Image: Getty Images
No Shafali Verma in Harmanpreet Led World Cup Squad | Image: Getty Images

হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে বিশ্বকাপ অভিযানে নামছে ভারতীয় মহিলা দল। গত বছর টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর সমালোচিত হয়েছিলেন তিনি। তাঁকে সরানোর প্রস্তাব দিয়েছিলেন মিথালী রাজের মত কিংবদন্তি প্রাক্তনীও। হরিয়ানার তারকার কাছে আসন্ন বিশ্বকাপ (ICC World Cup) হয়ে উঠতে পারে জবাব দেওয়ার মঞ্চ। সহ-অধিনায়ক পদ পেয়েছেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। সাম্প্রতিক অতীতে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার মত প্রতিপক্ষের বিরুদ্ধে রান পেয়েছেন তিনি। চাইবেন বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে। স্মৃতির সাথে ওপেন করতে দেখা যেতে পারে প্রতীকা রাওয়ালকে (Pratika Rawal)। গত দেড়-দুই বছরে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে সফল তিনিও। প্রশ্ন ছিলো শেফালী ভার্মা’কে নিয়ে। অফ ফর্মে থাকা তারকাকে ‘বেনিফিট অফ দ্য ডাউট’ দেয় নি বিসিসিআই। জায়গা হয় নি বিশ্বকাপের স্কোয়াডে।

দুই মিডল অর্ডার ব্যাটার জেমিমা রড্রিগস (Jemimah Rodrigues) ও হরলীল দেওল’কে দেখা যাবে বিশ্বকাপে। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন রিচা ঘোষ (Richa Ghosh) ও ইয়াস্তিকা ভাটিয়া। অভিজ্ঞ দীপ্তি শর্মা ছাড়াও অলরাউন্ডার হিসেবে থাকছেন আমানজ্যোত কৌর ও স্নেহ রাণা। উপমহাদেশের মাঠে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ। ঘূর্ণি উইকেটের কথা মাথায় রেখে স্পিন বিভাগে জোর দিয়েছে ‘উইমেন ইন ব্লু।’ ফ্রন্টলাইন স্পিনার হিসেবে রাধা যাদব (Radha Yadav), শ্রী চরণি’দের উপর আস্থা রেখেছে বিসিসিআই। পেস বিভাগে রেণুকা সিং ঠাকুরের (Renuka Singh Thakur) প্রত্যাবর্তন স্বস্তি যোগাচ্ছে ভারতীয় সমর্থকদের। নতুন বল হাতে তাঁর সাথে দেখা যেতে পারে বছর ২২-এর ক্রান্তি গৌড়’কে। ৪টি ওয়ান ডে’তে ৯ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছেন তিনি। এছাড়া রয়েছেন মিডিয়াম ফাস্ট বোলার অরুন্ধতী রেড্ডিও।

এক নজরে বিশ্বকাপ স্কোয়াড-

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), প্রতীকা রাওয়াল, জেমিমা রড্রিগস, হরলীন দেওল, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, আমানজ্যোত সিং, স্নেহ রাণা, রাধা যাদব, শ্রী চরণি, রেণুকা সিং ঠাকুর, ক্রান্তি গৌড়, অরুন্ধতী রেড্ডি।

পাঁচটি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচ-

Chinnaswamy Stadium to Host World Cup Opener on 30th September | Image: Getty Images
Chinnaswamy Stadium to Host World Cup Opener on 30th September | Image: Getty Images

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ (ICC World Cup)। এছাড়াও  ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ইন্দোর, গুয়াহাটি, বিশাখাপত্তনমকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটি চুক্তি হয়েছিলো ভারত ও পাকিস্তানের মধ্যে। ঠিক হয়েছিলো ২০২৭ অবধি উপমহাদেশের দুই দল’ই কোনো বহুদলীয় টুর্নামেন্ট খেলতে একে অপরের দেশে পা রাখবে না। তাদের ম্যাচগুলি হবে কোনো নিরপেক্ষ ভেন্যুতে। মেয়েদের বিশ্বকাপেও মানা হচ্ছে সেই শর্ত। তাই পাকিস্তানের মেয়েরা তাদের সবক’টি ম্যাচ খেলতে চলেছে শ্রীলঙ্কার কলম্বোতে। লঙ্কানরাও পাচ্ছে হোমগ্রাউন্ডের সুবিধা। গ্রুপ পর্বে অংশগ্রহণকারী প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে একটি করে ম্যাচ। ২৯ ও ৩০ অক্টোবর রয়েছে বিশ্বকাপের (ICC World Cup) দু’টি সেমিফাইনাল। ফাইনাল রয়েছে ২ নভেম্বর। নক-আউট ম্যাচগুলির ভেন্যু ঠিক হয় নি এখনও।

Also Read: “টিম ইন্ডিয়া নাকি টিম শুভমান ?” ঘোষিত এশিয়া কাপের স্কোয়াড, তুমুল হইচই নেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *