বিরাট কোহলির শিষ্যকে অধিনায়ক করে এশিয়া কাপের দল প্রকাশ, জায়গা পেলেন বৈভব-প্রিয়াংশ !! 1

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়ার (India vs Australia T20 Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করছে। এই সিরিজে দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক হারের সম্মুখীন হয় ব্লু ব্রিগেডরা। তবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে তৃতীয় ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে দল। এই ম্যাচে প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) একাদশে বেশ কিছু পরিবর্তন ঘটিয়েছিলেন। ব্যাটিং অর্ডারে ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) এবং জিতেশ শর্মা (Jitesh Sharma) সুযোগ পেয়েছিলেন। এর মধ্যেই এবার আসন্ন তরুণদের এশিয়া কাপে জন্য দল ঘোষণা করল বিসিসিআই‌ (BCCI)। নেতৃত্বের দায়িত্ব পেলেন বিরাট কোহলির (Virat Kohli) প্রিয় তারকা।

Read More: মিনি নিলামের আগেই নতুন অধিনায়ক ঘোষণা কলকাতার, কেএল রাহুল আসছেন দায়িত্বে !!

শুরু হচ্ছে এশিয়া কাপের লড়াই-

বিরাট কোহলির শিষ্যকে অধিনায়ক করে এশিয়া কাপের দল প্রকাশ, জায়গা পেলেন বৈভব-প্রিয়াংশ !! 2
Raising Stars Asia Cup | Image: Twitter

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানকে ফাইনালে হারিয়ে ভারতীয় (India vs Pakistan Match) দল চ্যাম্পিয়ন হয়েছে। এবার তরুণ ক্রিকেটদের নিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপ (Raising Stars Asia Cup 2025) শুরু হতে চলেছে। এই টুর্নামেন্ট ১৪ থেকে ২৩ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে গ্ৰুপ ‘এ’তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং এবং চীন। গ্ৰুপ ‘বি’তে ভারত পাকিস্তানের সঙ্গে অংশগ্রহণ করতে চলেছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

ফলে আসন্ন এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তানকে আবারও মুখোমুখি হতে দেখা যাবে। ১৬ নভেম্বর এই হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। উল্লেখ্য রাইজিং স্টারস এশিয়া কাপে টেস্ট খেলা দলগুলির ‘এ’ দল অংশগ্রহণ করবে। বাকি দেশগুলি তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারবে। পিছিয়ে থাকা দলগুলির ক্রিকেটে আগ্রহ বৃদ্ধি করার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এইরকম সিদ্ধান্ত নিয়েছে।

নেতৃত্বের দায়িত্বে জিতেশ শর্মা-

বিরাট কোহলির শিষ্যকে অধিনায়ক করে এশিয়া কাপের দল প্রকাশ, জায়গা পেলেন বৈভব-প্রিয়াংশ !! 3
Jitesh Sharma | Image: Twitter

এই বছর আইপিএলে (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) প্রথমবারের মতো টুর্নামেন্টে ট্রফি জয় করে রীতিমতো চমক দেয়। এই দলের হয়ে বিরাট কোহলির কাছের সদস্য হিসেবে জিতেশ শর্মা (Jitesh Sharma) দুরন্ত ফর্মে ছিলেন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তিনি। এবার তাকে আসন্ন রাইজিং স্টারস এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে নেতৃত্বের দায়িত্ব পালন করতে দেখা যাবে।

আজ আসন্ন টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের বাছাই করা দল প্রকাশ করেছে বিসিসিআই। এই দলে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) মতো তরুণ তারকা ব্যাটসম্যানও সুযোগ পেয়েছেন। তিনি এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন। মাত্র ১৪ বছর বয়সে টুর্নামেন্টে দুরন্ত শতরান হাঁকান। এছাড়াও দুরন্ত ফর্মে থাকা প্রিয়াংশ আর্য (Priyansh Arya), নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) আশুতোষ শর্মাকেও (Ashutosh Sharma) এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেখা যাবে। বাংলার তরুণ প্রতিভা অভিষেক পোড়েল‌ও (Abhishek Porle) জায়গা করে নিয়েছেন।

প্রকাশিত ভারতীয় দল-

প্রিয়াংশ আর্য‌, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াধেরা, নমন ধীর, সূর্যাংশ সেডগে, জিতেশ শর্মা (অধিনায়ক), রমনদীপ সিং, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজনপ্রীত সিং, বিজয় কুমার ভিশক, যুধবীর সিং চরক, অভিষেক পোড়েল, সুয়াশ শর্মা

Read Also: “সৌরভের গালে সপাটে চড়..”, মহিলা ক্রিকেট নিয়ে বিতর্কিত মন্তব্যকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের জনপ্রিয় নেতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *