IND vs AUS: অজি বোলিং'এর সামনে রোহিত-শ্রেয়সের লড়াই, ২৬৪ রান সংগ্রহ করলো ভারত !! 1

আজ অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Match) বিপক্ষে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে মাঠে নেমেছে ভারতীয় দল। এই ম্যাচে জয় তুলে নিতে না পারলে সিরিজে লজ্জাজনক হারের সম্মুখীন হবে ব্লু ব্রিগেডরা। ম্যাচে প্রথমে মিচেল মার্শ (Mitchell Marsh) টসে জিতে বিপক্ষ দলকে ব্যাটিং করতে পাঠান। আজ ম্যাচে আবারও শুভমান গিল (Shubman Gill) বিরাট কোহলির (Virat Kohli) মতো টপ অর্ডার ব্যাটসম্যান সম্পূর্ণ ব্যর্থ হন। তবে রোহিত শর্মা (Rohit Sharma) এবং শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দুরন্ত ব্যাটিংয়ে স্কোরবোর্ড এগিয়ে যায়। এরপর এই ম্যাচেও অক্ষর প্যাটেল ব্যাট হাতে দলের ভরসা হয়ে ওঠেন। ফলে প্রথম ইনিংসে ২৬৪ রান সংগ্রহ করেছে ভারত।

Read More: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই খেলেই অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি !

ব্যর্থ গিল ও বিরাট-

IND vs AUS: অজি বোলিং'এর সামনে রোহিত-শ্রেয়সের লড়াই, ২৬৪ রান সংগ্রহ করলো ভারত !! 2
Virat Kohli | Image: Twitter

 

আজ অ্যাডিলেডে ভারতের হয়ে রোহিত শর্মা এবং শুভমান গিল ওপেনিং করতে আসেন। এই ম্যাচেও ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে ভক্তদের হতাশ করেন অধিনায়ক গিল। তিনি সপ্তম ওভারে জেভিয়ার বার্টলেটের (Xavier Bartlett) দুরন্ত বোলিং’এ মিচেল মার্শকে (Mitchell Marsh) ক্যাচ দিয়ে বসেন। ফলে মাত্র ৯ বলে ৯ রান করে আউট হয়ে মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে মাত্র একটি চার।

অন্যদিকে পার্থে শূন্য রানে আউট হওয়ার পর আজও খাতা খুলতে পারেননি বিরাট কোহলি। জেভিয়ার বার্টলেটের বিধ্বংসী বোলিংয়ে তিনি এলবিডব্লিউ হয়ে আবারও সম্পূর্ণ পরাস্ত হন। এই তারকা ব্যাটসম্যানের ধারাবাহিকভাবে রান না পাওয়া একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। মাঠ ছেড়ে যাওয়ার সময় হাত তুলে দর্শকদের উদ্দেশ্যে অবসরের ইঙ্গিত দিয়ে রাখেন তিনি। যা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা।

দুরন্ত ফর্মে রোহিত-শ্রেয়স-

IND vs AUS: অজি বোলিং'এর সামনে রোহিত-শ্রেয়সের লড়াই, ২৬৪ রান সংগ্রহ করলো ভারত !! 3
Rohit Sharma | Image: Twitter

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ওপেনিং করতে নেমে হাল ধরেন রোহিত শর্মা (Rohit Sharma)। হিটম্যান আবারও আজ নিজের পুরনো ছন্দে ফিরে আসেন। ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে বিপক্ষদের রীতিমতো চাপের মুখে ফেলে দেন। ২ টি ছয় এবং ৭ টি চারের সাহায্যে ইনিংস সাজিয়েছিলেন এই তারকা। এর সঙ্গেই শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) সঙ্গে গড়েন ১৩৬ বলে ১১৮ রানের পার্টনারশিপ। আজ শ্রেয়সের ব্যাট থেকে আসে ৭৭ বলে গুরুত্বপূর্ণ ৬১ রান। ৭ টা চার হাঁকান এই তারকা‌‌।

এরপর কেএল রাহুল (KL Rahul), ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) এবং নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) মিডল অর্ডারে ভরসা দিতে পারেননি। তবে অক্ষর প্যাটেল (Axar Patel) ব্যাট হাতে আবারও ধারাবাহিকতা দেখান। ৪১ বলে ৪১ রান করেন এই অলরাউন্ডার। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ব্যাটিং অর্ডারে নিচের দিকে হর্ষিত রানা ১৮ বলে অপরাজিত ২৪ রান সংগ্রহ করে জ্বলে ওঠেন। এর ফলে ব্লু ব্রিগেডরা প্রথম ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। আজিদের হয়ে অ্যাডম জাম্পা (Adam Zampa) ৪ উইকেট এবং জেভিয়ার বার্টলেট ৩ উইকেট সংগ্রহ করেছেন।

Read Also: “নটঙ্কি নাচ করো..”, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়লেন শুভমান গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *