সিরিজ জিততে দ্বিতীয় টি২০তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই দল নামাবে ভারত, ফিরছেন এই তারকা ক্রিকেটার 1

অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হারের পর টি২০ সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ক্যানবেরায় প্রথম টি২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ভারতের। রবীন্দ্র জাদেজার ছিটকে যাওয়াটা বড় ধাক্কা হলেও সেটি ভুলে দ্বিতীয় টি২০ ম্যাচে জিততে মরিয়া থাকবে ভারত। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই একাদশ নামাতে চলেছে ভারত।

India vs Australia Highlights 1st T20: Jadeja, Rahul, Chahal and Natarajan  shine in India's 11-run win against Australia - cricket - Hindustan Times

১. কে এল রাহুল

Cameron Green Says He Was Taken Aback By "How Nice" KL Rahul Was In 3rd ODI  | Cricket News

গত ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন ওপেনিংয়ে নেমে। এবারের আইপিএল এর সর্বোচ্চ রান স্কোরার হিসেবে ফর্মের তুঙ্গে রয়েছেন তিনি। আর এর ফলে ভারতীয় টি২০ দলের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান।

২. শিখর ধাওয়ান

Shikhar Dhawan Birthday: Virender Sehwag, Yuvraj Singh Lead Wishes For  India Opener | Cricket News

প্রথম ওয়ানডে দুর্দান্ত ইনিংস খেললেও এরপর তিনটি ম্যাচে সেভাবে ভালো পারফর্ম করতে পারেননি ধাওয়ান। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে ওঠার ইতিহাস রয়েছে এই বাঁ হাতি ওপেনারের।

৩. বিরাট কোহলি

Canberra ODI: Virat Kohli breaks Sachin Tendulkar's record for fastest to  12000 runs in ODI cricket - Sports News

দলের অধিনায়ক তথা সব থেকে সেরা ব্যাটসম্যানকে ছাড়া এই একাদশ ভাবাই যায় না। প্রথম ম্যাচে সেভাবে জ্বলে উঠতে না পারলেও শুরুটা বেশ ভালোই করেছিলেন বিরাট। ফলে দ্বিতীয় টি২০ তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফর্মে ফিরতে মরিয়া থাকবেন বিরাট।

৪. শ্রেয়স আইয়ার

Shreyas Iyer: Transition from T20s to ODIs tough | Cricket News - Times of  India

এই সফরে এখনও অবধি সেভাবে ভালো পারফর্ম করতে পারেননি তিনি। ডান হাতি এই তারকা ব্যাটসম্যানের উপর প্রশ্ন উঠেছে যে আদৌ পরবর্তী সময়ে কতটা যোগ্য তিনি! এই অবস্থায় আগামী ম্যাচে রান পেতে মরিয়া থাকবেন শ্রেয়স আইয়ার।

৫. মনীশ পান্ডে

Former India Cricketer Slams Team Management For Not Playing Manish Pandey  In 3rd ODI

প্রথম ম্যাচে বেশ খারাপ পারফর্ম করেছেন মনীশ পান্ডে। ব্যাটিং এবং ফিল্ডিং দুই বিভাগেই বেশ ছিমছাম লেগেছে তাকে। কিন্তু ভারতীয় এই টি২০ দলে অত্যন্ত উপযোগী ব্যাটসম্যান হিসেবে রয়েছেন মনীশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার রেকর্ড যথেষ্ট ভালো।

৬. হার্দিক পান্ডিয়া

Everything around me started to crumble': Hardik Pandya opens up on 'Koffee  with Karan' controversy - cricket - Hindustan Times

দুরন্ত এই অলরাউন্ডার গত ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন। যদিও পিঠের চোটের কারণে বোলিং করতে পারছেন না, কিন্তু ব্যাটিংয়ে কার্যত একাই ভারতকে ম্যাচ জেতানোর জায়গায় নিয়ে যাচ্ছেন। ফলে এই একাদশে তিনি থাকছেনই।

৭. ওয়াশিংটন সুন্দর

Washington Sundar (@Sundarwashi5) | Twitter

তরুণ এই অলরাউন্ডার বোলিংয়ে বেশ ভালো পারফর্ম করেছেন প্রথম টি২০ ম্যাচে। চার ওভারে মাত্র ১৬ রান দিয়েছেন। অত্যন্ত কৃপণ বোলিং করতে সিদ্ধহস্ত এই অফ স্পিনার। পাশাপাশি ব্যাটিংয়েও বেশ ভালো হাত রয়েছে সুন্দরের।

৮. দীপক চাহার

Weltnachrichten - AU - Deepak Chahar can be a wicket taker for India in  power play: Sanjay Manjrekar - CAMEROON MAGAZINE - CAMEROUN INFO - CAMEROUN  ACTU

তরুণ এই পেসার অবশ্যই থাকবেন প্রথম একাদশে। নতুন বলে সুইং এবং সিম বেশ ভালো মত করতে সক্ষম চাহার। পাশাপাশি ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে নিজেকে তৈরি করছেন চাহার। ব্যাটিংয়েও কিছুটা সহায়তা দিতে পারেন তিনি।

৯. যুজবেন্দ্র চাহাল

Was Yuzvendra Chahal A "Like-For-Like" Concussion Substitute For Ravindra  Jadeja, Questions Moises Henriques | Cricket News

গত ম্যাচে জাদেজার পরিবর্ত হিসেবে মাঠে নামলেও এই ম্যাচে সরাসরি প্রথম একাদশে সুযোগ পাবেন এই তারকা লেগ স্পিনার। গত ম্যাচে তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ত্রাস এনে দিয়েছিলেন চাহাল। ফলে এই ম্যাচে চাহালকে শুরু থেকেই খেলাবে।

১০. জসপ্রীত বুমরাহ

KL Rahul Defends Jasprit Bumrah As Pacer's Struggles Continue

গত ম্যাচে বিশ্রামে থাকার পর এই ম্যাচে মহম্মদ শামির পরিবর্তে মাঠে নামবেন এই তারকা পেসার। মূলত এই দুই পেসারকে ঠিক রাখতে রোটেশনে খেলানোর ভাবনা টিম ম্যানেজমেন্টের।

১১. টি নটরাজন

Everyone was asking questions when I picked T Natarajan in KXIP squad:  Virender Sehwag

এই তরুণ বাঁ হাতি পেসার গত দুই ম্যাচে বেশ উচ্ছ্বসিত করেছেন ক্রিকেট বিশ্বকে। সঠিক লাইন ও লেংথে বল করে উইকেট তুলে নিচ্ছেন তিনি। ফলে এই ম্যাচেও তিনি থাকছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *