অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হারের পর টি২০ সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ক্যানবেরায় প্রথম টি২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ভারতের। রবীন্দ্র জাদেজার ছিটকে যাওয়াটা বড় ধাক্কা হলেও সেটি ভুলে দ্বিতীয় টি২০ ম্যাচে জিততে মরিয়া থাকবে ভারত। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই একাদশ নামাতে চলেছে ভারত।
১. কে এল রাহুল
গত ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন ওপেনিংয়ে নেমে। এবারের আইপিএল এর সর্বোচ্চ রান স্কোরার হিসেবে ফর্মের তুঙ্গে রয়েছেন তিনি। আর এর ফলে ভারতীয় টি২০ দলের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান।
২. শিখর ধাওয়ান
প্রথম ওয়ানডে দুর্দান্ত ইনিংস খেললেও এরপর তিনটি ম্যাচে সেভাবে ভালো পারফর্ম করতে পারেননি ধাওয়ান। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে ওঠার ইতিহাস রয়েছে এই বাঁ হাতি ওপেনারের।
৩. বিরাট কোহলি
দলের অধিনায়ক তথা সব থেকে সেরা ব্যাটসম্যানকে ছাড়া এই একাদশ ভাবাই যায় না। প্রথম ম্যাচে সেভাবে জ্বলে উঠতে না পারলেও শুরুটা বেশ ভালোই করেছিলেন বিরাট। ফলে দ্বিতীয় টি২০ তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফর্মে ফিরতে মরিয়া থাকবেন বিরাট।
৪. শ্রেয়স আইয়ার
এই সফরে এখনও অবধি সেভাবে ভালো পারফর্ম করতে পারেননি তিনি। ডান হাতি এই তারকা ব্যাটসম্যানের উপর প্রশ্ন উঠেছে যে আদৌ পরবর্তী সময়ে কতটা যোগ্য তিনি! এই অবস্থায় আগামী ম্যাচে রান পেতে মরিয়া থাকবেন শ্রেয়স আইয়ার।
৫. মনীশ পান্ডে
প্রথম ম্যাচে বেশ খারাপ পারফর্ম করেছেন মনীশ পান্ডে। ব্যাটিং এবং ফিল্ডিং দুই বিভাগেই বেশ ছিমছাম লেগেছে তাকে। কিন্তু ভারতীয় এই টি২০ দলে অত্যন্ত উপযোগী ব্যাটসম্যান হিসেবে রয়েছেন মনীশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার রেকর্ড যথেষ্ট ভালো।
৬. হার্দিক পান্ডিয়া
দুরন্ত এই অলরাউন্ডার গত ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন। যদিও পিঠের চোটের কারণে বোলিং করতে পারছেন না, কিন্তু ব্যাটিংয়ে কার্যত একাই ভারতকে ম্যাচ জেতানোর জায়গায় নিয়ে যাচ্ছেন। ফলে এই একাদশে তিনি থাকছেনই।
৭. ওয়াশিংটন সুন্দর
তরুণ এই অলরাউন্ডার বোলিংয়ে বেশ ভালো পারফর্ম করেছেন প্রথম টি২০ ম্যাচে। চার ওভারে মাত্র ১৬ রান দিয়েছেন। অত্যন্ত কৃপণ বোলিং করতে সিদ্ধহস্ত এই অফ স্পিনার। পাশাপাশি ব্যাটিংয়েও বেশ ভালো হাত রয়েছে সুন্দরের।
৮. দীপক চাহার
তরুণ এই পেসার অবশ্যই থাকবেন প্রথম একাদশে। নতুন বলে সুইং এবং সিম বেশ ভালো মত করতে সক্ষম চাহার। পাশাপাশি ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে নিজেকে তৈরি করছেন চাহার। ব্যাটিংয়েও কিছুটা সহায়তা দিতে পারেন তিনি।
৯. যুজবেন্দ্র চাহাল
গত ম্যাচে জাদেজার পরিবর্ত হিসেবে মাঠে নামলেও এই ম্যাচে সরাসরি প্রথম একাদশে সুযোগ পাবেন এই তারকা লেগ স্পিনার। গত ম্যাচে তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ত্রাস এনে দিয়েছিলেন চাহাল। ফলে এই ম্যাচে চাহালকে শুরু থেকেই খেলাবে।
১০. জসপ্রীত বুমরাহ
গত ম্যাচে বিশ্রামে থাকার পর এই ম্যাচে মহম্মদ শামির পরিবর্তে মাঠে নামবেন এই তারকা পেসার। মূলত এই দুই পেসারকে ঠিক রাখতে রোটেশনে খেলানোর ভাবনা টিম ম্যানেজমেন্টের।
১১. টি নটরাজন
এই তরুণ বাঁ হাতি পেসার গত দুই ম্যাচে বেশ উচ্ছ্বসিত করেছেন ক্রিকেট বিশ্বকে। সঠিক লাইন ও লেংথে বল করে উইকেট তুলে নিচ্ছেন তিনি। ফলে এই ম্যাচেও তিনি থাকছেন।