ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময় প্রায় তালনিতে গিয়ে ঠেকেছে। ফলে এই বছর এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজন করা নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়। তবে সমস্ত জটিলতা কাটিয়ে এশিয়া ক্রিকেট কাউন্সিল (ACC) এই টুর্নামেন্টের ক্রীড়াসূচী ইতিমধ্যেই প্রকাশ করেছে। এই বছরের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে এবার শুরু হতে চলেছে ৯ সেপ্টেম্বর থেকে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। বিসিসিআই (BCCI) এখন থেকেই শক্তিশালী দল তৈরি করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার এক মাস আগেই ভারতীয় দলের বিষয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
Read More: বুমরাহ নয় বরং এশিয়া কাপে পেস বিভাগের মুখ এই তারকা, পাকিস্তানের বিপক্ষে থাকছে প্রায়শ্চিত্তের সুযোগ !!
অধিনায়ক হার্দিক পান্ডিয়া-

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC) জয়ের পর ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা (Rohit Sharma)। তারপর ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি সফলতার সাথে এখনও পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। তবে চোট সমস্যা তাকে চিন্তার মধ্যে রেখেছে। সম্প্রতি সূর্যকুমারের হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকদের পরামর্শে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
ফলে এখনই তার ওপর কাজের চাপ বাড়াতে চাইছেন না কর্মকর্তারা। তাই সূত্র অনুযায়ী হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলের হয়ে নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা যাবে। এখনও ভারতের হয়ে এই তারকা অলরাউন্ডার ১৭ টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ১১ টি ম্যাচে জয়লাভ করেছে এবং ৫ টি ম্যাচটি হারের সম্মুখীন হয়েছে ব্লু ব্রিগেডরা। এছাড়াও আইপিএলে (IPL 2025) হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তার নেতৃত্বে ২০২২ সালে গুজরাট টাইটান্স (GT) চ্যাম্পিয়ন হয়। এই বছরও তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সহ অধিনায়ক শুভমান গিল-

গত বছর জুলাই মাসে শেষ শুভমান গিল (Shubman Gill) ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন। তবে সাম্প্রতিক সময় আইপিএলের (IPL 2025) মঞ্চে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে নিজেকে ২০ ওভারের ক্রিকেটে প্রমাণ করেছেন এই তারকা ব্যাটসম্যান। এই বছর গুজরাট টাইটান্সের (GT) হয়ে ১৫ ম্যাচে ৬৫০ রান সংগ্রহ করেন তিনি। এছাড়াও অধিনায়ক হিসেবে মাঠে দাপটের সঙ্গে লড়াই করে ভক্তদের মন জয় করেছেন। যার ফলে এই বছর আইপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছিল গুজরাট।
এরপরই রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে এই তরুণ ব্যাটসম্যানকে বেছে নেওয়া হয়। তিনি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সামনে থেকে ব্লু ব্রিগেডদের নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতে ইংল্যান্ডের মাটিতে গড়েছেন একের পর এক রেকর্ড। সিরিজে ৫ ম্যাচে শুভমান গিল (Shubman Gill) সংগ্রহ করেছেন মোট ৭৫৪ রান। এছাড়াও ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন তিনি। ফলে এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলের সহ অধিনায়ক হিসেবে এই তরুণ তারকাকেই বেছে নিতে চাইছে বিসিসিআই (BCCI)।
এশিয়া কাপে ভারতের সম্ভাব্য দল-
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, শুভমান গিল (সহ অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ধ্রুব জুরেল, (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং