টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে ভারতীয় দলের পারফর্মেন্স নিয়ে শেষ পর্যায়ের পর্যালোচনা করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ইতিমধ্যেই বেশ কিছু চোট সমস্যা দলকে চিন্তার মধ্যে রেখেছে। তিলক বর্মা (Tilak Varma) নিউজিল্যান্ডের (India vc New Zealand T20 Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগেই চোটের কারণে ছিটকে যান। এই সিরিজের প্রথম ম্যাচে আঙ্গুলে চোট পেয়ে মাঠে ছাড়েন অক্ষর প্যাটেল (Axar Patel)। তিনি দ্বিতীয় ম্যাচে ভারতীয় একাদশে ছিলেন না। অন্যদিকে কিউদের বিপক্ষে ধারাবাহিকভাবে দুই ম্যাচে জয় পেলেও ব্লু ব্রিগেডদের একাদশের একাধিক সমস্যা চিন্তা বাড়িয়েছে। ফলে মিচেল স্যান্টনারদের (Mitchell Santner) বিপক্ষে ভারতীয় একাদশে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে খবর সামনে এসেছে।
Read More: ঈশান-সূর্যকুমারের বিধ্বংসী ব্যাটিং, রায়পুরে নিউজিল্যান্ডকে হারিয়ে দাপট বজায় রাখল ভারত !!
IND vs NZ টি২০ সিরিজের সময়সূচি-

ম্যাচ নং: ০৩
তারিখ: ২৫/০১/২০২৬
ভেন্যু: বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)
IND vs SA ম্যাচের পিচ রিপোর্ট-

বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ মূলত লাল মাটির এবং ফ্ল্যাট। ফলে ব্যাটে বল ভালোভাবে আসে। এর ফলে ব্যাটসম্যানদের প্রথম থেকেই বড়ো শট খেলতে দেখা যায়। প্রথম কয়েকটি ওভার পেসাররা উপযুক্ত সুইং এবং বাউন্স পেয়ে জ্বলে উঠতে পারেন। তবে স্পিনারদের জন্য এই পিচে প্রভাব ফেলা কঠিন হতে পারে। শিশির দ্বিতীয় ইনিংসে বোলিং করার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। ফলে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত বেছে নিতে পারে টস জয়ী দল। এখনও পর্যন্ত এই স্টেডিয়ামে মোট ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ১ টি ম্যাচে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৩ টি ম্যাচে জয়লাভ করেছে। ১ টি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।
IND vs NZ হেড টু হেড-
এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এবং নিউজিল্যান্ড ২৭ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৬ টি ম্যাচে ব্লু ব্রিগেডরা এবং ১০ টি ম্যাচে নিউজিল্যান্ড জয়লাভ করেছে। ১ টি ম্যাচ ড্র হয়।
ভারতের শক্তিশালী দিক-

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রায়পুরে ব্যাট হাতে জ্বলে ওঠেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। তারা দুজনে মিলে ৪৮ বলে দুরন্ত ১২২ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ঈশান ব্যাট হাতে ৩২ বলে ৭৬ রানের ইনিংস খেলে দুরন্ত ছন্দে ছিলেন। অন্যদিকে ৩৭ বলে ৮২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন অধিনায়ক। ফলে তারা তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হলেও তৃতীয় ম্যাচে বল হাতে কামব্যাক করতে পারেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার ফর্মে ফিরে আসা খুবই গুরুত্বপূর্ণ।
IND’এর সম্ভাব্য একাদশ-
ওপেনার: অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার)
টপ অর্ডার: শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক)
মিডল অর্ডার: হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং
বোলার: জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব