অস্ট্রেলিয়ার সফরে টিম ইন্ডিয়ার লজ্জাজনক পরিণতির পর ভারতীয় দলের উপর রুষ্ট হয়ে পড়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। খেলোয়াড়দের কঠিন নিয়মের মধ্যে রাখতে চাইছে দেশের ক্রিকেট বোর্ড। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। আর তার আগেই টিম ইন্ডিয়ার উপর কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ত্রী-বান্ধবীদের নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা। বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী ৪৫ দিনের বিদেশ সফরে কেবলমাত্র দুই সপ্তাহ স্ত্রীরা ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারার অধিকার পেয়েছে। যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত-কোহলিরা তাদের স্ত্রীদের দুবাইতে নিয়ে যেতে পারবে না।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত-বিরাটদের উপর বড় সিদ্ধান্ত নিলো BCCI

ভারতীয় দল ১৫ ফেব্রুয়ারি দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার উদ্দেশে রওনা দেবে। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচটি বাংলাদেশের বিরুদ্ধে হতে চলেছে। প্রায় তিন সপ্তাহ ধরে চলবে এই টুর্নামেন্ট যে কারণে এই টুর্নামেন্টে ক্রিকেটারদের সঙ্গে পরিবারের যাওয়ায় সম্মতি দিচ্ছে না বলেই খবর। কেবলমাত্র ৪৫ বা তার বেশি দিনের কোনো সফর হলে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার কেবলমাত্র দুই সপ্তাহ থাকতে পারবে। জানা গিয়েছে, পরিবার সংক্রান্ত বিষয়ে বিসিসিআই নিজের অবস্থান থেকে সরে আসবে না।
Read More: “কাউকে ভয় করিনা…” চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতকে সতর্ক করলো বাংলাদেশি ক্যাপ্টেন !!
সদ্য ইংল্যান্ডকে পরাস্ত করলো ভারত

সম্প্রতি ভারত ওডিআই ফরম্যাটে ইংল্যান্ডকে ৩-০ ব্যাবধানে পরাস্ত করেছে। পুরো সিরিজ জুড়ে টিম ইন্ডিয়ার প্রদর্শন ছিল সবথেকে ভালো, ব্যাটসম্যান দের মধ্যে শুভমান গিল ছিলেন পুরো সিরিজের হট টপিক। তিন ম্যাচেই রান পেয়েছিলেন শুভমান, প্রথম দুই ম্যাচে অর্ধ-শতরান হাঁকানোর পর শেষ ম্যাচে শতরানের ইনিংস খেলেন তিনি। রোহিত শর্মার ব্যাট থেকে দ্বিতীয় ওডিআই ম্যাচে শতরান এসেছিল। কিং কোহলি শেষ ম্যাচে অর্ধ-শতরান হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন এবং শ্রেয়স আইয়ার সিরিজে দুটি অর্ধ-শতরান বানিয়েছেন।র ভারতীয় ব্যাটিং অর্ডার শক্তিশালী হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের বোলিং আক্রমন নিয়ে কিছুটা আত্মবিশ্বাস কম থাকবে। জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে হবে টিম ইন্ডিয়াকে। বুমরাহের বদলি হিসাবে দলে হার্ষিত রানা (Harshit Rana) স্কোয়াডে জায়গা পেয়েছেন। তাছাড়া যশস্বী জয়সওয়ালের বদলে স্কোয়াডে বরুণ চক্রবর্তীকে রাখা হয়েছে।