indian-origin-shreyas-plays-for-canada
Shreyas Iyer | Image: Getty Images

আর পাঁচটা উঠতি ক্রিকেটারের মতই শ্রেয়সেরও (Shreyas Movva) স্বপ্ন ছিলো টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন পথে ঠেলে দিয়েছে তাঁকে। কর্ণাটকের চিত্রদূর্গ অঞ্চলে ১৯৯৩ সালের ৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন শ্রেয়স বসুদেবরেড্ডি মোভভা (Shreyas Movva) । ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাতেও সমান দক্ষতা ছিলো তাঁর। দুইয়ের মধ্যে ২০১৬ সালে বেছে নেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-কে। কর্ণাটক ছেড়ে পাড়ি জমান কানাডার মন্ট্রিয়ল শহরে। কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ইঞ্জিনিয়ারিং-এর পাঠ। তবে বাইশ গজের দুনিয়াকে ছেড়ে বেশী দিন থাকতে পারেন নি তিনি। পড়াশোনার পাশাপাশিই ক্রিকেটে ফেরেন তিনি।

২০১৬ থেকে ২০১৯-মাত্র তিন বছরের মধ্যেই প্রতিভার জোরে নজর কেড়ে নেন তিনি। জায়গা করে নেন কানাডার জাতীয় দলে। ১২ বছর পর কোয়েবেক অঞ্চল থেকে কোনো ক্রিকেটার সুযোগ পান জাতীয় দলে। সেই সময় শ্রেয়সকে (Shreyas Movva)  নিয়ে বিস্তর লেখালিখিও হয়েছিলো কানাডিয়ান সংবাদমাধ্যমে। প্রথম যখন কানাডিয়ান জার্সি গায়ে চাপিয়েছিলেন তখন আইসিসি স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ খেলার সৌভাগ্য হয় নি। বরং লিস্ট-এ ক্রিকেট দিয়েই হয় হাতেখড়ি। তারপর ধীরে ধীরে এগিয়েছে শ্রেয়সের (Shreyas Movva) কেরিয়ার। ২০২১-এ প্রথম মাঠে নামেন আন্তর্জাতিক ম্যাচে। দেখতে দেখতে কেটে গিয়েছে অর্ধদশক। বর্তমানে ভারতের তিরঙ্গা’র বদলে কানাডার লাল সাদা ম্যাপল পাতা আঁকা পতাকাকেই আপন করে নিয়েছেন তিনি।

Read More: কেরিয়ারে তালা পড়ছে বুমরাহ’র, তিন ফর্ম্যাট থেকেই ছাঁটাই হচ্ছেন তারকা ফাস্ট বোলার !!

শ্রেয়স মোভভা’র কেরিয়ার পরিসংখ্যান-

ভারত ত্যাগ শ্রেয়সের, আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন কানাডার জার্সি গায়ে !! 1

২০১৯-২০ সালে রিজিওনাল সুপার-৫০ টুর্নামেন্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ উড়ে গিয়েছিলো কানাডা ক্রিকেট দল। সেই স্কোয়াডের সহ-অধিনায়ক ছিলেন শ্রেয়স (Shreyas Movva) । লিস্ট-এ অভিষেক হয় ২০১৯-এর ডিসেম্বর মাসে লিওয়ার্ড আইল্যান্ডের বিরুদ্ধে। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের যোগ্যতা নির্ণায়ক টুর্নামেন্টে প্রথমবার আন্তর্জাতিক কুড়ি-বিশের ক্রিকেট খেলার সুযোগ আসে তাঁর সামনে। অ্যান্টিগাতে ১৪ নভেম্বর পানামার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। রায়ান পাঠানের দুর্দান্ত ব্যাটিং-এ ২০৮ রানে জয় পায় কানাডা। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপও খেলেছেন তিনি। ওডিআই খেলার সুযোগ আসে আরও বছর তিনেক পর। ২০২৪-এর ফেব্রুয়ারিতে খেলেন নেপালের বিপক্ষে।

এখনও পর্যন্ত আন্তর্জাতিক আঙিনায় ৮টি একদিনের ম্যাচ ও ৮টি টি-২০ খেলেছেন শ্রেয়স মোভভা (Shreyas Movva) । পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ৭ ইনিংসে ২৭.১৬ গড়ে তাঁর সংগ্রহ ১৬৩ রান। অর্ধশতকের সংখ্যা ১টি। সম্প্রতি নেদারল্যান্ডসের বিরুদ্ধে এসেছে ৬৫ রানের ইনিংসটি। আর টি-২০তে তিনি ৬ ইনংসে করেছেন ১১২। গড় ২২.৪০। সর্বোচ্চ ৩৭ রান। এছাড়া মিসিসাগা প্যান্থারস, সারে জাগুয়ারসের মত দলের হয়ে খেলেছেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে ২১ ম্যাচে তাঁর রান সংখ্যা ৩৩৫। গড় ২২.৩৩। অর্ধশতক ১টি। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লীগে বা ঘরোয়া ক্রিকেটে এখনও পর্যন্ত টি-২০ খেলতে দেখা যায় নি শ্রেয়স মোভভা’কে (Shreyas Movva) ।

নজর কেড়েছেন সৌরভ নেত্রাভালকার-

Saurabh Netrabhalkar | Image: Getty Images
Saurabh Netrabhalkar | Image: Getty Images

খানিকটা শ্রেয়স মোভভার (Shreyas Movva)  মতই জীবনের গল্প সৌরভ নেত্রাভালকারের (Saurabh Netrabhalkar)। সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপও খেলেছেন তিনি। ছিলেন সূর্যকুমার যাদবের সতীর্থ। কিন্তু এক পর্যায়ে ক্রিকেট ছেড়ে বেছে নিয়েছিলেন পড়াশোনাকে। বিখ্যাত কর্ণেল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন তিনি। সেখান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাওয়ার পর বর্তমানে ওরাক্‌লে কাজ করেন তিনি। তাঁর নামে বেশ কিছু উদ্ভাবনের পেটেন্টও রয়েছে। উচ্চশিক্ষা, সম্মানের চাকরি পেয়েও অবশ্য ক্রিকেটকে দূরে সরিয়ে রাখতে পারেন নি তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে বর্তমানে মাঠে দেখা যায় তাঁকে।

মার্কিন মুলুকের হয়ে ইতিমধ্যে ৪৮টি একদিনের ম্যাচ খেলে ফেলেছেন সৌরভ নেত্রাভালকার (Saurabh Netrabhalkar)। তাঁর সংগ্রহে ৭৩টি উইকেট। ৩৩টি-২০তে নিয়েছেন ৩৩টি উইকেট। জুন মাসে টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে সাড়া ফেলে দিয়েছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী নেত্রাভালকার। ভারতের বিরুদ্ধে তিনি নিয়েছিলেন ১৮ রানের বিনিময়ে ২ উইকেট। নিউ ইয়র্কের মাঠে আউট করেন কোহলিকেও। সম্প্রতি মেজর লীগ ক্রিকেট (MLC) ট্রফি জিতেছেন ওয়াশিংটন ফ্রিডম-এর হয়ে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর বোন জানান যে ক্রিকেটের জন্য কাজে ফাঁকি দেন না তাঁর ভাই। ল্যাপটপ সাথে নিয়ে ঘোরেন। ম্যাচ শেষে বসে যান কম্পিউটারের সামনে।

Also Read: গম্ভীর জমানায় ফুরফুরে মেজাজে এই ক্রিকেটার, ফ্লপ হয়েও সুযোগ পাচ্ছেন প্রতিটি ম্যাচে !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *