২. ইউসুফ ও ইরফান পাঠান এই দুই পাঠান ভাইয়ের তাঁর বাবার সাথে ভাদ্যদ্রা একটি মসজিদে শৈশব কাটে। যেখানে তাদের বাবা ঝাড়ু লাগাতেন। তাদের ঠিকমত থাকার জায়গাও ছিল না। আর এখন তাজমহলের থেকেও সুন্দর মহলে দিন কাটছে তাদের।
অত্যন্ত গরিব ঘরে জন্ম এই ছয়জন ক্রিকেটারদের, যারা ভাগ্যের জোরে আজ মহলে জীবন কাটাচ্ছেন
