উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল, প্রকাশ্যে সম্পূর্ণ সূচি !! 1

দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজগুলির মাধ্যমে দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত হয়। ভারত শুধুমাত্র পাকিস্তান বাদে বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেট খেলার জন্য সফর করে থাকে। সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির জন্য গত বছর এই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হয়ে গিয়েছিল। এখনও বাংলাদেশের পরিস্থিতি আশাজনক নয়। ভারত বিদ্বেষী একাধিক মন্তব্য করছেন রাজনৈতিক নেতারা। বিক্ষোভ, সমাবেশে মুখরিত গোটা দেশ। এর মধ্যেই এবার ভারত-বাংলাদেশের (India vs Bangladesh Series) সিরিজের সূচি প্রকাশ করা হল।

Read More: শাহরুখ নয় আসল দেশদ্রোহী বিসিসিআই, ভক্তদের প্রশ্নের মুখে জেরবার ক্রিকেট বোর্ড !!

অস্থির ভারত-বাংলাদেশ সম্পর্ক-

bangladesh-announce-central-contract
IND vs BAN | Image: Getty Images

শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ছাত্র আন্দোলনের মধ্য থেকে যে সরকার বিরোধী ভাবনার উত্থান ঘটেছিল তা এক সময় ভারত বিরোধীতায় পরিবর্তন হয়‌। এই দেশের সংখ্যালঘুদের উপর ধারাবাহিকভাবে অত্যাচার গোটা বিশ্বকে আলোড়িত করেছে। এইরকম অস্থির পরিস্থিতির মধ্যে গত বছর ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়ে যায়।

অন্যদিকে আইপিএলে (IPL 2025) বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। এই বছর আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নেয়। এখনও পর্যন্ত এটাই কোনো বাংলাদেশি ক্রিকেটারের আইপিএলের সর্বোচ্চ দাম। নাইট রাইডার্সে এই তারকা পেসার আসার পরেই বিতর্কের ঝড় উঠেছে। আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটারদের নিষিদ্ধ করার জন্য ‌ আবেদন করছেন এক শ্রেনীর ক্রিকেট ভক্ত।

হবে ভারত-বাংলাদেশ সিরিজ-

উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল, প্রকাশ্যে সম্পূর্ণ সূচি !! 2
IND vs BAN | Image: Getty Images

এইরকম পরিস্থিতিতে এবার ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিবেশি দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে। ২৮ আগস্টের মধ্যেই এই দেশে গিয়ে পৌঁছাবে ব্লু ব্রিগেডরা। সেপ্টেম্বরের রয়েছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ৩ ম্যাচের ওডিআই সিরিজ। গতকাল বিসিবি’এর পক্ষ থেকে বলা হয়, “ভারতের সঙ্গে যে সিরিজটি আগে বাতিল হয়েছিল এই বছর সেই সিরিজটি হবে। এই বছর আমরা সারা বছর জুড়ে দেশের মাটিতে অনেকগুলি ক্রিকেট ম্যাচ দেখতে পারবো। ম্যাচগুলি কোথায় হবে পরে জানিয়ে দেওয়া হবে।”

ভারত বনাম বাংলাদেশের সিরাজ ২০২৬-

প্রথম ওডিআই: ১ সেপ্টেম্বর
দ্বিতীয় ওডিআই: ৩ সেপ্টেম্বর
তৃতীয় ওডিআই: ৬ সেপ্টেম্বর

প্রথম টি-টোয়েন্টি: ৯ সেপ্টেম্বর
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১২ সেপ্টেম্বর
তৃতীয় টি-টোয়েন্টি: ১৩ সেপ্টেম্বর

Read Also: নিউজিল্যান্ড সিরিজের পরেই অবসর নেবেন রোহিত-বিরাট, রবি আশ্বিনের মন্তব্যে শুরু জল্পনা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *