কোভিড পরিস্থিতির পরবর্তী সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কম বয়সী ব্যক্তিদের মৃত্যুর ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন চিকিৎসকরা। ক্রিকেট জগতেও এই রকম ছবি অল্পবিস্তর ধরা পড়েছে। এমনকি ক্রিকেট ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে মৃত্যুর ঘটনাও একাধিক সময় শোকোস্তব্ধ করেছে সমর্থকদের। ২০১৪ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের (Phillip Hughes) মৃত্যুর ঘটনা এখনও কালো অধ্যায় হয়ে রয়ে গেছে। এর মধ্যেই এশিয়া কাপের (Asia Cup 2025) আগে ভারতীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনা ক্রিকেট মহলে চাঞ্চল্য সৃষ্টি করলো।
Read More: অধিনায়ক রোহিত, ব্যাটিং অর্ডারে যশস্বী-শ্রেয়স, অস্ট্রেলিয়ার বিপক্ষে ODI সিরিজের জন্য ভারতীয় দল প্রকাশ্যে !!
মারা গেলেন তরুণ ক্রিকেটার-

ভারতের জম্বু কাশ্মীর থেকে অসংখ্য তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে উঠে আসার চেষ্টা করছেন। সাম্প্রতিক সময় এই রাজ্য থেকে উমরান মালিক (Umran Malik) জনপ্রিয়তা অর্জন করেছে। এবার জাম্বু কাশ্মীর ক্রিকেটের অন্যতম মুখ ফারিদ হুসেনের (Fareed Hussain) মৃত্যুর ঘটনা সামনে উঠে এলো। হৃদরোগে আক্রান্ত হয়ে নয় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এই ক্রিকেটার। পুলিশ সূত্রে জানা গেছে ফারিদ গত ২০ আগস্ট গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছিলেন।
তারপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার সমস্ত লড়াই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণ ক্রিকেটার। তবে এই মৃত্যু নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রহস্যের ঘনঘটা। সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ দেখে অনেকেই এটা নিছক দুর্ঘটনা নয় বরং হত্যাকাণ্ড বলে মনে করছেন। যা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে চর্চা।
ঘনাচ্ছে রহস্য-
সামনে আসা সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে ফারিদ হুসেন (Fareed Hussain) স্কুটারে করে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির দরজা হঠাৎ করে খুলে যাওয়ার কারণে তিনি চলন্ত স্কুটার থেকে ছিটকে রাস্তায় পড়েন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই তরুণ ক্রিকেটার যাওয়ার আগে অনেকেই এই গাড়ির পাশ দিয়ে গেছেন। তখন দরজা খুলে যায়নি। হঠাৎ করে এইরকম পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে চক্রান্তের গন্ধ খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। পুলিশ এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
অন্যদিকে ভারতের অন্যতম তারকা ক্রিকেটার ঋষভ পান্থও (Rishab pant) গুরুতর গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন। ২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ তদন্তে উঠে এসেছিল যে এই তারকা ক্রিকেটার গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে ঋষভ পান্থ (Rishabh Pant) জানান তার গাড়ির সামনে কিছু চলে আসায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই দুর্ঘটনার জন্য তার ডান হাঁটুতে অস্ত্রোপ্রচার পর্যন্ত করা হয়েছিল।