ব্রেকিং নিউজ: পাকিস্তান যাচ্ছে না টিম ইন্ডিয়া, ভারত সরকার নিলো মস্ত বড় সিদ্ধান্ত !! 1

Team India: আগামী বছরের শুরুতেই পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর অবশেষে ২০২৫ সালের শুরু হতে চলেছে ৮ দল বিশিষ্ট এই টুর্নামেন্ট। এবারে টুর্নামেন্টে পাকিস্তানের উপরে দায়িত্ব এসেছে হোস্ট করবার। পাকিস্তানি ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই তাদের মাঠ সংস্করণের কাজ শুরু করে দিয়েছে। পাশাপাশি আইসিসি কমিটির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান চ্যাম্পিয়ন ট্রফির সময়সূচি নিয়ে খসড়া আলোচনা সেরে ফেলেছেন। তবে অন্যদিকে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে একেবারেই নারাজ।

Read More: “আমরা খুব খুশি…” এই ভারতীয় আতঙ্ক টেস্ট এ সুযোগ না পাওয়াতে আনন্দিত জস হ্যাজেলউড, করলেন এই মন্তব্য !!

পাকিস্তান যাচ্ছে না টিম ইন্ডিয়া

t20-wc-ind-should-drop-3-stars-vs-eng, ipl,team india
Team India | Image: Getty Images

বিশেষ করে ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কে বিচ্ছিন্নতার কারণে পাকিস্তানের মাটিতে বিসিসিআই তাদের দল পাঠাতে কোনমতেই রাজি নয়। শুধু বিসিসিআই নয় ভারত সরকার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দলকে পাঠাতে চাইবে না। বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানে ভারতের (Team India) যাওয়া নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারদের বিশ্বকাপ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখলো ভারতীয় দৃষ্টি প্রতিবন্ধী দল। আগামী ২২ নভেম্বর দৃষ্টি প্রতিবন্ধী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। আগামী ২২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। তবে, পাকিস্তানে এই টুর্নামেন্ট আয়োজিত আয়োজিত হতে চলেছে বলেই ভারত সরকার এই টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে রাখলো। গতকাল আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতের দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশন (CABI) জানিয়ে দিয়েছে। পাকিস্তানের পরিস্থিতির কথা বিচার করে এবং নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতীয় দলকে ছাড়পত্র দেয়নি ভারত সরকার।

ভারত সরকার নিলো বড় সিদ্ধান্ত

Narendra Modi and Amit Shah, team india
Narendra Modi and Amit Shah | Image: Getty Images

টুর্নামেন্ট শুরুর দুই দিন আগেই বড় ঘোষণা করলো ভারত সরকার। এমন ঘোষণায় হতাশ হয়েছেন ভারত অধিনায়ক দুর্গা রাও তোম্পাকি। যদিও, প্রথমে এই টুর্নামেন্ট খেলার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের থেকে ছাড়পত্র পেয়েছিলেন ভারতীয় তারকারা। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো চূড়ান্ত ছাড়পত্র পায়নি তারা। CABI-এর নতুন বিবৃতিতে জানিয়েছে, “এটা দলের জন্য অনেক বড় ধাক্কা। তবে সিএবিআই সরকারের দুশ্চিন্তাকে সম্মান করে তাই ভারত সরকারের নেওয়া সিদ্ধান্তকেও CABI সম্মান করে।” ভারত সরকারের এই সিদ্ধান্তে এটা পরিষ্কার যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে পাকিস্তানের মাটিতে পাঠাবে না।

Read Also: Team India: “ভারতকে বাদ দেওয়ার প্রশ্নই নেই…” পাকিস্তানকে হুঁশিয়ারি আইসিসি’র, সরতে পারে টুর্নামেন্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *