হরভজন সিং
ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা অফস্পিনার হরভজন সিং নাম লিখিয়েছেন এই লিগে, তিনি দিল্লি বুলস দলের হয়ে এবছর খেলবেন, তার দলে পাকিস্তানি দুই প্লেয়ার খুসদিল শাহ এবং ইমাদ ওয়াসিম খেলবেন।ভারতের হয়ে হরভজন সিং টি টোয়েন্টি ফরম্যাটে দেখিয়েছেন কামাল ভারতের হয়ে ২৭ ম্যাচে নিয়েছেন ২৫ টি উইকেট, টেস্ট ক্রিকেটে তৃতীয় ভারতীয় বলার হিসাবে ৪০০ উইকেট নিয়েছিলেন ভাজ্জি, একদিনের খেলায় নিয়েছেন ২৬৯ টি উইকেট। আইপিয়েলে মুম্বই, চেন্নাই ও কলকাতা দলের হয়ে ১৬৩ ম্যাচে নিয়েছেন ১৫০ টি উইকেট ।