অভিমন্যু মিঠুন
ভারতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার অভিমন্নু মিঠুন এই প্রতিযোগিতায় নর্দান ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন, তিনি ভারতের হয়ে ৪ টি টেস্ট ও ৫ টি ওডিআই ম্যাচে করেছেন ১৭১ রান এবং নিয়েছেন ১২ টি উইকেট, মিঠুন আইপিয়েলে খুব বেশি খেলার সুযোগ পাননি, ১৬ ম্যাচে নিয়েছেন মাত্র ৭ টি উইকেট। মিঠুনের দলে পাকিস্তানের লম্বা দীর্ঘকায় ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানের সঙ্গে খেলতে দেখা যাবে। ইরফান পাকিস্তানের হয়ে অন্যতম সেরা বলার ছিলেন তার সময়ের, লম্বা উচ্চতায় তার পেস এবং বাউন্সে পরাস্ত হত সকল ব্যাটসম্যানরা।