কোনো সৌজন্য নয়, এশিয়া কাপের অনুশীলনে এই কারণে হাত মেলালেন না ভারত-পক ক্রিকেটাররা‌ !! 1

এশিয়া কাপের (Asia Cup 2025) প্রেক্ষাপটে আসন্ন সবচেয়ে বড়ো মঞ্চ হতে চলেছে ভারত ও পাকিস্তানের (IND vs PAK) মধ্যে হাইভোল্টেজ ম্যাচ। এই মহারণ ঘিরে এখন থেকেই ক্রিকেটের উত্তাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। সাম্প্রতিক সময় দুই দেশের মধ্যে চলা রাজনৈতিক উত্তেজনা ক্রিকেটারদের মধ্যেও প্রভাব ফেলেছে। ফলে ক্রিকেট ভক্তরাও এই ম্যাচ নিয়ে আগ্রহ প্রকাশ করছেন। এই আসন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে বর্তমানে দুই দল দুবাইতে রয়েছে। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে এই দুই চির প্রতিদ্বন্দ্বী ক্রিকেটাররা হাত মেলাবেন না বলে এবার খবর সামনে এলো।

Read More: এশিয়া কাপের আগেই গুরুতর আহত তারকা ওপেনার, ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ !!

হাত মেলালেন না ক্রিকেটাররা-

edgbaston-to-host-ind-vs-pak-wcl-game
IND vs PAK | Image: Getty Images

আর একদিন পরেই ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই বছরের এশিয়া কাপ (Asia Cup 2025)। এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট অংশগ্রহণ করার জন্য দুবাইয়ের মাটিতে পা রেখেছে ভারতীয় দল। প্রশিক্ষণ‌ও শুরু করে দিয়েছে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। এই ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হচ্ছে। এর মধ্যেই খবর সামনে এসেছে যে ভারত এবং পাকিস্তানের (IND vs PAK) ক্রিকেটারদের একে অপরের সাথে দেখা হলেও তারা হাত মেলাননি।

দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমির ক্রিকেট গ্ৰাউন্ডে সম্প্রতি ভারত এবং পাকিস্তান দুই দল এক সঙ্গে অনুশীলন করছিল।‌ কিন্তু তারপরেও ক্রিকেটাররা একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেননি বলে জানা যাচ্ছে। তবে সূত্র অনুযায়ী পাক বাহিনী ৬ সেপ্টেম্বর যখন অনুশীলনের জন্য দুবাইয়ের আইসিসি (ICC) অ্যাকাডেমিতে পৌঁছেছিল তার আগে থেকেই সেই মাঠে প্রশিক্ষণ ‌শুরু করে দিয়েছিল ভারতীয় দল। ফলে সৌজন্য বিনিময় না করে নিজেদের কাজে ব্যস্ত হয়ে যান সালমান আলী আগা (Salman Ali Agha)।

ভারত-পাক মহারণ-

IND VS PAK
IND vs PAK | Image: Getty Images

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে গিয়েছিল। ফলে অনেকেই মনে করেছিলেন এই টুর্নামেন্ট আয়োজন করা হয়তো সম্ভব হবে না। ভারত থেকে সরিয়ে নিয়ে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় লড়াই শুরু হতে চলেছে। আসন্ন টুর্নামেন্টে ১৪ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তান (IND vs PAK) মাঠে নামববে। তার আগেই এখন থেকেই দুবাইয়ের মাটি গরম হতে শুরু করেছে।

উল্লেখ্য এই বছর এশিয়া কাপ (Asia Cup 2025) ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে। এখনও পর্যন্ত এশিয়া কাপের টি-টোয়েন্টি লড়াইয়ে ভারত এবং পাকিস্তান ৩ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ব্লু ব্রিগেডরা জয়লাভ করেছে ২ বার এবং পাক বাহিনী জয়লাভ করেছে ১ বার। অন্যদিকে এই দুই চির প্রতিদ্বন্দ্বী শেষবার গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ ওভারের ক্রিকেটে মাঠে নেমেছিল। সেই ম্যাচে ৬ রানে ব্লু ব্রিগেডরা জয় তুলে নেয়।

Read Also: অস্ট্রেলিয়া সফরের আগেই ওয়ান ডে’তে রোহিত-কোহলি, সেপ্টেম্বরেই মাঠে ফিরছেন দুই মহারথী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *