ভারতের মাটিতে আজ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই বছর মহিলাদের বিশ্বকাপে (Women ODI WC 2025) ফাইনালে দর্শকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। এই চূড়ান্ত ম্যাচে ব্লু ব্রিগেডরা দক্ষিণ আফ্রিকার (India W vs South Africa W) বিপক্ষে মাঠে নামে। প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। ভারতের হয়ে ব্যাটিং করতে নেমে শেফালি বর্মা (Shafali Verma), স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) থেকে দীপ্তি শর্মা (Deepti Sharma) ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। ফলে ২৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। এই রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হরমনপ্রীত কৌররা প্রথমবারের মতো ওডিআই বিশ্বকাপ জয় করে নতুন ইতিহাসের সূচনা করে ভক্তদের স্বপ্ন সার্থক করে।
Read More: ডিল ফাইনাল, KKR-এ এন্ট্রি নিচ্ছেন গৌতম গম্ভীরের ‘চোখের বিষ’ !!
শেফালি-দীপ্তির দুরন্ত লড়াই-

আজ প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে ধৈর্যের সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান ভারতের দুই ওপেনার। স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা মিলে ১০৬ বলে ১০৪ রানের পার্টনারশিপ গড়েন। স্মৃতির ব্যাট থেকে আসে ৫৮ বলে ৪৫ রানের ইনিংস। তিনি ৪ টি চার হাঁকান। শেফালিও ব্যাট হাতে আজ ছন্দে ছিলেন। একটুর জন্য শতরান মিস করেন এই তারকা। এই তারকা ব্যাটার ৭৮ বলে ৮৭ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৭ টা চার এবং ২ টি ছয়।এরপর মিডল অর্ডারে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ধাক্কা খেয়েছিল ব্লু ব্রিগেডরা।
সেমিফাইনালে দুরন্ত ফর্মে থাকা জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues) ২৪ রানে আউট হওয়ার পর অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ২০ রানে মাঠ ছাড়েন। এইরকম সময় দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ (Richa Ghosh) হাল ধরেন। ৫৮ বলে ৫৮ রানের ভরসাযোগ্য ইনিংস আসে দীপ্তির ব্যাট থেকে। রিচা করেন ২৪ বলে ৩৪ রান। এর ফলে ভারত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ার হয়ে আয়াবোঙ্কা খাকা (Ayabonga Khaka) বল হাতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন। তিনি ৯ ওভারে ৫৮ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে নেন।
লরা ওলভার্ডের বিধ্বংসী ইনিংস-

দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া বিশাল রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ওলভার্ড (Laura Wolvaardt) হাল ধরেন। ওপেনার তাজমিন ব্রিটস (Tanzmin Brits) ২৩ রানে আউট হয়ে গেলেও তিনি একদিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ভারতের হয়ে বল হাতে শেফালি বর্মা, শ্রী চরণি (Shree Charani) চাপ সৃষ্টি করার চেষ্টা করেন। ফলে প্রোটিয়াদের মিডল অর্ডার রীতিমতো আত্মসমর্পণ করেছিল। অ্যানেকে বোশ শূন্য রানে, সুনে লুস ২৫ রানে, ম্যারিজান ক্যাপ ৪ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। কিন্তু লরা ওলভার্ড ক্রিসে দাঁড়িয়ে থেকে নিজের ক্লাস দেখান। তিনি ৯৮ বলে ১০১ রানের ইনিংস খেলে দলকে আত্মবিশ্বাস দিয়েছিলেন। তার ব্যাট থেকে আসে ১১ টি চার এবং ১ টি ছয়।
ম্যাচে ফেরান দীপ্তি শর্মা-

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গুরুত্বপূর্ণ সময় অ্যানেরি ডারকসেনের (Annerie Dercksen) সঙ্গে ৬০ বলে ৬১ রানের পার্টনারশিপ গড়েন। তারা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন। তবে ভারতীয় বোলাররা হাল ছাড়েননি।এইরকম সময় ৩৯.৩ ওভারে ডারকসেনকে আউট করে বড়ো ধাক্কা দেন দীপ্তি শর্মা। এখানেই থেমে থাকেননি তিনি। ৪১.১ ওভারে সবচেয়ে বড়ো উইকেট সংগ্রহকে সংগ্রহ করে দলকে ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছে দেন। ফর্মে থাকা লরা ওলভার্ডকে ড্রেসিংরুমের রাস্তা দেখান দীপ্তি। এরপর ব্লু ব্রিগেডদের জয়ের রাস্তা সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। দীপ্তি শর্মা ৯.৩ ওভারে ৩৯ রান খরচ করে ৫ উইকেট সংগ্রহ করেন। শেফালি ২ টি এবং শ্রী চরণি ১ টি করে উইকেট নিজেদের দখলে করেন। এর সঙ্গেই ফাইনালে ৫২ রানে বিশাল জয় তু্লে প্রথমবারের মতো মহিলা দল ওডিআই বিশ্বকাপ জয় করে ইতিহাস তৈরি করল।