এশিয়ায় নারী ক্রিকেটারদের জন্য প্রথমবারের মতো ইমার্জিং এশিয়া কাপ (Asia Cup Emerging Cup) আয়োজন করা হলো। হংকংয়ের মাঠে মহিলাদের ইমার্জিং এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে ভারত ও বাংলাদেশ মহিলা দলের মধ্যে মহিলাদের ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলা হয়েছিল। আর এই এশিয়া কাপে এক গ্রুপে ছিল ভারত- পাকিস্তান। ভারত ও পাকিস্তান গ্রুপে এ থেকে ৪-৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছিল এবং অন্যদিকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ গ্রুপ বি থেকে ৪-৪ পয়েন্ট নিয়ে তারা শেষ চারে উঠেছিল। কিন্তু সেমিফাইনালে শ্রীলঙ্কা ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল তবে বৃস্টির জন্য ভেস্তে গেল সেই ম্যাচটিও।
অন্যদিক বাংলাদেশের সাথে পাকিস্তান মুখোমুখি হয়েছিল ও দ্বিতীয় সেমিফাইনালে পাকস্তানকে পারাজিত করে বাংলাদেশ এবং ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ফাইনালে। ২১ জুন মেগ ফাইনালে বিজয়ী দল মুখোমুখি হবে। আসলে গোটা টুর্নামেন্ট জুড়েই বৃষ্টি বাজিমাত করেছে। তবে ফাইনালে বাজি মারলো টিম ইন্ডিয়া।
Read More: Asia Cup 2023: এশিয়া কাপের আগে পাকিস্তানকে বড় চমক বিসিসিআইয়ের, সেক্রেটারির পদে বসছেন গৌতম গম্ভীর !!
৩১ রানে ম্যাচ জিতলো ভারতীয় মহিলা A দল
ভারতীয় মহিলা দল ফাইনাল ম্যাচে ইতিহাস তৈরি করে এবং তাদের ৩১ রানে ফাইনাল ম্যাচে পরাজিত করে ACC মহিলা উদীয়মান টিমস কাপ ২০২৩ দখল করে নেয়। ভারতীয় মহিলা দলকে ফাইনাল ম্যাচে জয়ের পর খুব খুশি দেখাচ্ছিলো এবং সেটা বেশ উদযাপন করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় , আর সেটা খুব ভাইরাল হয়েছে। ৯৬ রানে গুটিয়ে যাওয়ার পর শিরোপা দখল করলো। জয়ের পর ভারতীয় মহিলা খেলোয়াড়রা জমকালো ভাবে উদযাপন করলেন। বাংলাদেশ দল ফাইনাল ম্যাচে অলআউট হওয়ার সাথে সাথে ভারতীয় মহিলা খেলোয়াড়রা একসঙ্গে উদযাপন করেন।
শিরোপা জিতে উগ্র উদযাপন করলো দল
টিম ইন্ডিয়া মহিলা উদীয়মান এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, দল ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৭ রান করতে সক্ষম হয়। ফাইনাল ম্যাচে ভারতীয় মহিলা দলের হয়ে দীনেশ বৃন্দা সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন।
২৩ বলে ৩০ রানের ইনিংস খেলেন কণিকা আহুজা। একই সাথে ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দল ১৯.২ ওভারে ৯৬ রান করে গুটিয়ে যায় এবং তারা ৩১ রানে হেরে যায়। আমরা যদি টিম ইন্ডিয়ার বোলিং সম্পর্কে কথা বলি, তাহলে ৪ ওভারে ১৩ রান দিয়ে স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল ৪ উইকেট নিয়েছিলেন। তিনি সিরিজের সেরা প্লেয়ার হয়েছেন ও আজকের ম্যাচে ২০ রান দিয়ে মান্নাত কাশ্যপ তিনটি উইকেট নিয়েছিলেন।
We are the champions of Women’s Emerging Asia Cup 2023 🙌
Our future is in safe hands pic.twitter.com/iWiQ04c9T9— cric_mawa (@cric_mawa_twts) June 21, 2023