বিসিসিআই (BCCI) পুরুষদের ক্রিকেটের সঙ্গে সঙ্গে মহিলাদের ক্রিকেটকেও গুরুত্বের সঙ্গে দেখে। বর্তমানে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ভারত মহিলাদের ওডিআই বিশ্বকাপ (Women ODI WC 2025) আয়োজন করছে। ব্লু ব্রিগেডরা প্রথম থেকেই এই টুর্নামেন্টের দাপটের সঙ্গে লড়াই করলেও বর্তমানে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছে। তবে হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) ওপর ভরসা রাখছেন ক্রিকেট ভক্তরা। এখনও তাদের কাছে সেমিফাইনালে পৌঁছানোর সমস্ত সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যেই নিয়ম ভঙ্গের জন্য শাস্তির মুখে পড়ল তারা।
Read More: বিরাট-রোহিত নন, এই তারকাকে সেরা টেস্ট অধিনায়ক হিসেবে বাছলেন গৌতম গম্ভীর !!
জরিমানা ভারতীয় দলের-

ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার (India W vs Australia W Match) বিপক্ষে ওডিআই বিশ্বকাপে ১২ অক্টোবর মাঠে নেমেছিল। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্লু ব্রিগেডরা দুরন্ত শুরু করে। ওপেনার প্রতিকা রাওয়াল (Pratika Rawal) এবং স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ব্যাট হাতে রীতিমতো জ্বলে উঠেছিলে। প্রতিকা ৯৬ বলে ৭৫ রানের এবং স্মৃতি ৬৬ বলে ৮০ রানের ইনিংস গড়েন। এর ফলে ভারতীয় মহিলা দল প্রথম ইনিংসে ৩৩০ রান সংগ্রহ করে নেয়।
এই রান তাড়া করতে নেমে বিধ্বংসী ফর্মে ছিলেন অ্যালিসা হিলি (Alyssa Healy)। তিনি অবিশ্বাস্য ১০৭ বলে ১৪২ রানের ইনিংস খেলেন। এর ফলে অজিরা শেষ পর্যন্ত ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয়। এই ম্যাচেই এবার স্লো ওভার রেটের জন্য শাস্তির মুখে পড়তে হল হরমনপ্রীত কৌরদের। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করার জন্য নূন্যতম স্লো ওভার রেটের অপরাধ চিহ্নিত করেছেন ম্যাচ আম্পায়ার। এই কারণে আইসিসি (ICC) ভারতকে ম্যাচ ফি’এর ৫ শতাংশ জরিমানা করেছে।
দুরন্ত শুরু করেও পিছিয়ে-

ভারতীয় মহিলা দল এই বছর ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিপক্ষে মাঠে নেমেছিল। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ৫৯ রানে জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। ম্যাচে হারলীন দেওয়াল (Harleen Deol) ৬৪ বলে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়াও বল হাতে ৩ উইকেট তুলে নিয়ে সাহায্য করেছিলেন দিপ্তী শর্মা (Deepti Sharma)।
এরপর পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে আবারও হরমনপ্রীত কৌরদের আবারও জ্বলে উঠতে দেখা যায়। এই ম্যাচেও হারলীন ৪৬ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যান। দিপ্তী আবারও ৩ উইকেট সংগ্রহ করে পাক বাহিনীদের চাপের মুখে ফেলে দিয়েছিলেন। এর ফলে ভারত ৮৮ রানে বিশাল জয় ছিনিয়ে নেয়। কিন্তু এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং অস্ট্রেলিয়া বিপক্ষে ৩ উইকেটে হারের সম্মুখীন হয়ে বর্তমানে অনেকটাই পিছিয়ে পড়েছে স্মৃতি মান্ধানারা।