IND vs AUS: গিলের দুরন্ত ব্যাটিং ও ওয়াশিংটনের বিধ্বংসী বোলিং, অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত !! 1

অস্ট্রেলিয়ার (India vs Australia T20 Series) বিপক্ষে ভারতীয় দল তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল। আজ সিরিজের গুরুত্বপূর্ণ চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য মাঠে নামে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। ম্যাচে অজিরা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে আজ ওপেনিং করতে নেমে ব্যাট হাতে হাল ধরেন শুভমান গিল (Shubman Gill)। অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এরপর হাল ধরার চেষ্টা করেন শিবম দুবে (Shivam Dube) এবং অক্ষর প্যাটেল‌ও (Axar Patel)। ফলে ১৬৭ রান সংগ্রহ করে ব্লু ব্রিগেডরা। দুই ইনিংসে বল হাতেও আজ ভারত নিজেদের দাপট বজায় রাখে।

Read More: TOP 10: ভারতীয় ১০ ক্রিকেটার যাদের গার্লফ্রেন্ডের রূপের আগুন বলিউড নায়িকাদের পিছনে ফেলেছে !!

গিলের দুরন্ত ব্যাটিং-

IND vs AUS: গিলের দুরন্ত ব্যাটিং ও ওয়াশিংটনের বিধ্বংসী বোলিং, অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত !! 2
IND vs AUS | Image: Getty Images

গত কয়েক ম্যাচে ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি ফরম্যাটে ছন্দে ছিলেন না শুভমান গিল। তবে আজ প্রথম থেকেই অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান তিনি। তারা দুজনে মিলে ৪০ বলে ৫৬ রানের পার্টনারশিপ গড়েন। অভিষেকের ব্যাট থেকে আসে ২১ বলে ২৮ রান। তবে অজি বাহিনীদের হয়ে বল হাতে জ্বলে উঠেছিলেন নাথান এলিস (Nathan ElIis) এবং অ্যাডাম জাম্পা (Adam Zampa)। এর ফলে সূর্যকুমার (Suryakumar Yadav) ২০ রানে এবং শিবম দুবে (Shivam Dube) ২২ রানে আউট হয়ে দলকে চাপের মুখে ফেলে দেন।

তিলক বর্মা (Tilak Varma) মাত্র ৫ রানে এবং জিতেশ শর্মা মাত্র ৩ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। এই রকম পরিস্থিতিতে একাই ৩৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেন গিল। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ১ টি ছয়। শেষের দিকে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) ১২ রানে এবং অক্ষর প্যাটেলের অপরাজিত ২১ রানে স্কোরবোর্ড সন্মানজনক জায়গায় পৌঁছায়। ভারত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মোট ১৬৭ রান সংগ্রহ করে। নাথান এলিস এবং অ্যাডাম জাম্পা দুজনেই ৩ টি করে উইকেট তুলে নিয়ে দলকে সাহায্য করেছিলেন।

অজি ব্যাটিং’এর বিপর্যয়-

IND vs AUS: গিলের দুরন্ত ব্যাটিং ও ওয়াশিংটনের বিধ্বংসী বোলিং, অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত !! 3
IND vs AUS | Image: Getty Images

ভারতের দেওয়া রান তাড়া করতে নেমে আজ মিচেল মার্শ (Mitchell Marsh) এবং ম্যাথু শর্ট (Matthew Short) দুরন্ত শুরু করার চেষ্টা করেন। ২৯ বলে ৩৭ রানের পার্টনারশিপ গড়েন তারা‌। মার্শ ২৪ বলে ৩০ রানের এবং ম্যাথু শর্ট ১৯ বলে ২৫ রানের ইনিংস খেলেন। এরপর আর কোনো তারকা ব্যাটিং অর্ডারে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। বল হাতে জ্বলে ওঠেন অক্ষর প্যাটেল থেকে শিবম দুবে। এর ফলে মিডল অর্ডারে জশ ইংলিশ ১২ রানে এবং টিম ডেভিড ১৪ রানে আউট হয়ে মাঠ ছাড়েন।

মার্কাস স্টোইনিস ১৭ রান করে লড়াই চালালেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে অজি ব্যাটসম্যানরা। ৫ জন ব্যাটসম্যানের রান দুই অঙ্কে পৌঁছায়নি। ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) ১.২ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। অক্ষর প্যাটেল (Axar Patel) এবং শিবম দুবে (Shivam Dube) তুলে নেন ২ টি করে উইকেট। ১ টি করে উইকেট পান আর্শদীপ সিং (Arshdeep Singh), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। এর ফলে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ১৮.২ ওভারে ১১৯ রানে অল আউট হয়ে যায়। এর ফলে ভারত ৪৮ রানে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল।

Read Also: শামি-করুণ বাদ, এন্ট্রি নিলেন পন্থ, প্রকাশ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *