WC 2023: দিনের পর দিন ভারতীয় ক্রিকেট নিয়ে চলছে বেশ চর্চা। কারণ দীর্ঘ ১০ বছর হয়ে গেল এখনো পর্যন্ত আইসিসি ট্রফির মুখ দেখল না টিম ইন্ডিয়া। কখনো সেমিফাইনাল, কখনো ফাইনালে পরাস্ত হতে হয়েছে ভারতীয় দলকে। ঠিক তেমনি কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) পরাজিত হতে হলো টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়ার বিশাল রানের লক্ষ্যমাত্রা ভেদ করতে ব্যর্থ হল টিম ইন্ডিয়া। যে কারণে আবার একবার হৃদয় ভাঙলো সমস্ত দর্শকদের । তবে ২০১৩ সালে শেষবার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল জিতেছিল, যে ম্যাচটিও খুব ভাগ্যচক্রের জেতে ইন্ডিয়া। তবে তারপর থেকে আইসিসির কোন ট্রফির মুখ দেখিনি টিম ইন্ডিয়া। শুধুমাত্র ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ জিতেছিল দলটি, যখন ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আইসিসি ট্রফি জয় নিশ্চিত, টিম ইন্ডিয়ার লাগাম হাতে খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
Read More: Asia Cup: এশিয়া কাপে অধিনায়ক বদল ভারতের, শ্রীলঙ্কার মাটিতে পা রাখবে তারুণ্যে ভরপুর ‘টিম ইন্ডিয়া’ !!
১০ বছর ICC ট্রফি থেকে দূরে রয়েছে টিম ইন্ডিয়া
দীর্ঘ ১০ বছরে ভারতীয় দলের পারফরমেন্স ভালই ছিল। কিন্তু নক আউট স্টেজে দল কোথাও না কোথাও তাদের জেতার রসদ হারাতো। আসলে সেমিফাইনাল বা ফাইনাল খেলার সময় টিম ইন্ডিয়া বরাবরই চাপ সহ্য করতো এবং সেই চাপ সামলাতে না পেরে পরাজিত হতে হয় তাদের। বিগত কয়েক বছরের কথা বলতে গেলে, ২০১৪ সালের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজিত হতে হয় টিম ইন্ডিয়াকে। এরপর ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয় টিম ইন্ডিয়া।
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেমিফাইনালে পরাজিত হয় টিম ইন্ডিয়া এরপর ২০১৭ সালে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালেও প্রবেশ করে টিম ইন্ডিয়া এবং সেবারও পরাজয়ের সম্মুখীন হয় ভারতীয় দল। এরপর ২০১৯ সালে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হতে হয় দলকে। ২০২১ সালে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই নিউজিল্যান্ড’এর বিরুদ্ধে ভারতকে পরাজিত হতে হয়। এরপর ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় টিম ইন্ডিয়াকে। আর সাথে কিছুদিন আগেই অজিদের কাছে WTC ফাইনাল হারলো টিম ইন্ডিয়া।
সৌরভের কাছেই ট্রফি জিতবে টিম ইন্ডিয়া
তবে এবার আইসিসির লক্ষ্য ভেদ করতে ভারতীয় দলের সামিল হতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। অধিনায়ক হিসেবে বেশ সফল ছিলেন গাঙ্গুলী। এবং ম্যাচ পরার ক্ষমতাও ছিল তার ভিতর। একের পর এক সুপারস্টার তৈরি করেছেন গাঙ্গুলি। সূত্রের খবর অনুযায়ী তিনি ভারতীয় দলের পরবর্তী কোচ হতে পারেন। কিভাবে প্লেয়ারদের বানাতে হয় তা সৌরভ গাঙ্গুলী খুব ভালোভাবেই জানেন, তার অধীনে বীরেন্দ্র সেহবাগ (Virendra Sehwag), হরভজন সিং (Harbhajan Singh) , যুবরাজ সিং (Yuvraj Singh), জাহির খান (Zaheer Khan) এবং মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মতন প্লেয়াররা তৈরি হয়েছেন।
এমনকি ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির যুগ্ম বিজয়ী হয় টিম ইন্ডিয়া, তখন দলের ক্যাপ্টেন ছিল সৌরভ গাঙ্গুলী এবং ২০০০ সালে ICC নক আউট ট্রফি ও ২০০৩ সালের বিশ্বকাপে দলকে ফাইনালেও পৌঁছে ছিল সৌরভ। আবার তিনি যদি ভারতীয় দলের কোচের ভূমিকা পালন করেন তাহলে এইরকম একের পর এক মারকাটারি প্লেয়ারদের আমরা দেখতে পারি, আসলে ম্যাচ জিততে গেলে প্রয়োজন ম্যাচ উইনারের। আর সেই ম্যাচ উইনার কে বানিয়ে দিতে পারেন সৌরভ গাঙ্গুলী। তিনি ভারতীয় দলের কোচ হলে দীর্ঘ ১০ বছর ধরে আইসিসি ট্রফি না জয়ের খরা চলছে সেটি নিমেষেই কেটে যাবে। সামনেই রয়েছে বিশ্বকাপ (WC 2023), ভারতের মাটিতেই এই অক্টোবরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ভারতীয় দল চাইবে তাদের ট্রফির খরা কাটাতে।