বেশ কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটে চলছে অন্ধকার। বিগত ১০ বছর আইসিসির কোনো ট্রফির মুখ দেখিনি টিম ইন্ডিয়া। ২০১৩ সালে শেষবার ট্রফির মুখ দেখেছিল টিম ইন্ডিয়া, যখন ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন এম এস ধোনি (MS Dhoni)। তবে, ভারতীয় দলের কাছে দীর্ঘ ১০ বছর রয়েছে ট্রফি জয়ের সুযোগ। আসলে, অক্টোবর মাসেই দেশের মাটিতে বিশ্বকাপ (WC 2023) অনুষ্ঠিত হবে। তবে বিশ্বকাপের আগে ভারতীয় দল খেলতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের (WI VS IND) বিরুদ্ধে এবং তার পরেই রয়েছে এশিয়া কাপ পাকিস্তান এবং শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2023)।
যদিও ভারতীয় দলের কথা বলতে গেলে তারা শ্রীলংকার মাটিতে এশিয়া কাপের ম্যাচগুলি খেলবে পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলর (ACC)। তবে গতবারের মতো এবারও এশিয়া কাপ জয়ের থেকে দূরেও থাকতে পারে টিম ইন্ডিয়াকে। এই পাঁচ জন খেলোয়ারকে দলে সুযোগ না দিলে এ বছর জিততে পারবেনা দল।
Read More: ASIA CUP 2023: এশিয়া কাপের আগেই ভেস্তে গেল ইন্দো-পাক ম্যাচ, উঠে আসলো বড় আপডেট !!
১. যশস্বী জয়সওয়াল
যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ওপেনার হিসেবে বেশ ভালো ফর্মে রয়েছেন। ঘরোয়া ক্রিকেট এবং কিছুদিন আগে ঘটে যাওয়া আইপিএলে (IPL 2023) তিনি বেশ ফর্ম দেখিয়েছেন। এই আইপিএলে ১৪ টি ম্যাচ খেলে ৬২৫ রান করেছেন এবং তার স্ট্রাইক রেট ছিল ১৬৩.৬১। পাশাপশি, একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিও করেছেন। তার ক্যারিয়ারের কথা বলতে গেলে, ২০১৯ সাল থেকে তিনি তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন।
ভারতীয় অনুর্ধ ১৯ দলের তিনি একজন সদস্য ছিলেন, টুর্নামেন্টে ভালো পারফরমেন্স দেখালেও ফাইনালে ভারতীয় দলকে বাংলাদেশের বিরুদ্ধে পরাজয়ের মুখে পড়তে হয়। পাশাপাশি, এখনো পর্যন্ত যশস্বী ১৫ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৮০.২১ গড়ে ১৮৪৫ রান করেছেন ,৩২ টি লিস্ট এ ম্যাচে ১৫৭৮ রান করেছেন ৫৩.৯৬ গড়ে। তার এই পারফরমেন্সের দৌলতে জাতীয় দলে খুব জলদি পাবেন সুযোগ। আর যদি আগামী এশিয়া কাপে তাকে সুযোগ না দেয় প্রস্তাবে টিম ইন্ডিয়া।
২. কুলদীপ যাদব
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের বামহাতী চায়নাম্যান বলার কুলদীপ যাদব (Kuldeep Yadav), ভারতীয় দলের হয়ে দীর্ঘ সময় পর ফিরে এসে বেশ পারফরমেন্স দেখাচ্ছেন কুলদীপ, এমনকি বছরের শুরুতে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ১১টি উককেট নিয়েছেন। তবুও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাকে সঠিকভাবে সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট।
আগামী এশিয়া কাপে তাকে সঠিক ভাবে ব্যাবহার করবে কিনা টিম ইন্ডিয়া তার উপর প্রশ্ন। তাকে শ্রীলঙ্কার মতন স্পিন উইকেটে সুযোগ না দিলে পস্তাতে হবে টিম ইন্ডিয়াকে। তার ক্যারিয়ারের কথা বলা হয় তাহলে, তিনি ৮ টেস্টে ৩৪ উইকেট নিয়েছেন। ৮১ ওডিআই ম্যাচে ১৩৪ উইকেট নিয়েছেন ও ২৮ টি টোয়েন্টি তে ৪৬ উইকেট নিয়েছেন। পাশাপাশি একমাত্র ইন্ডিয়ান বলার হিসাবে তিন ফরম্যাটেই তিনি ৫ টি করে উইকেট নিয়েছেন।
৩. অক্ষর প্যাটেল
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অক্ষর প্যাটেল (Axar Patel)। ভারতীয় দলের এই অলরাউন্ডার ব্যাটসম্যান বেশ ফর্ম দেখাচ্ছেন। ভারতীয় দলের এই অলরাউন্ডার ব্যাটসম্যান জাদেজা, হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) ভিড়ে হারিয়ে ফেলেছে। আসলে দলে যখন দুজনেই থাকেন তখন সুযোগ পাননা তিনি। যদিও তার বর্তমান পারফরমেন্স খুবই ভালো। দলের হয়ে এবছর একদিনের খেলায় ৫ ম্যাচে সুযোগ পেয়েছেন।
তবে, মাত্র ৬৩ রান বানাতে সক্ষম হয়েছে। পাশাপাশি বল হাতে, ৩ উইকেট নিতে সক্ষম হয়েছেন। কিন্তু তার আইপিএল পারফরমেন্সের কথা বলতে গেলে, ১৪ ম্যাচ খেলে তিনি ২৮৩ রান করেছেন এবং বল হাতেও ১১ উইকেট নিয়েছেন। তবে যেহেতু শ্রীলঙ্কায় স্পিন উইকেট তাই অক্ষরকে দলে সুযোগ না দেওয়া টা একটি খারাপ লক্ষণ হবে।
৪. ঈশান কিষান
তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ঈশান কিষান (Ishan Kishan)। ভারতীয় দলের পকেট ডিনামাইট ঈশান কিষান (Ishan Kishan) , বর্তমানে ফর্মের সমস্যায় ভুগছেন। ভারতীয় দলের টেস্ট ফরম্যাটে প্রথম পছন্দের উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant) যেহুতি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন সেজন্য জাতীয় দলে ঈশানের খেলার সম্ভবনা বেড়ে যায়। ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক ঈশান কিষান বিগত কয়েকটি সিরিজ ধরেই নিজের সেরা পারফরমেন্স দেখাতে পারছেন না।
যদিও আইপিএলে তিনি মুম্বই দলের হয়ে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছেন। এ বছর চারটি ম্যাচ খেলে কেবলমাত্র ৩৩ রান করতে সক্ষম হয়েছে ঈশান। তবে সামনে এশিয়া কাপে দলে সুযোগ না পেলে দলের পক্ষে অনেকটাই ক্ষতিকর হতে পারে কারণ আপাতত দলের বাইরের হয়েছেন কেএম রাহুল (KL Rahul)। চোটের কারণে তিনি কতটা সুস্থ হয়ে উঠতে পারবেন তা বিষয়ে রয়েছে সংশয়। সেখানে ঈশান কিষানকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে আর স্পিনারদের বিরুদ্ধে বেশ মারমূখী হয়ে ওঠেন তিনি। যে কারণে শ্রীলঙ্কার স্পিন উইকেটে প্রয়োজন তাকে।
৫. দীপক চাহার
তালিকায় শেষ স্থানে রয়েছেন দীপক চাহার (Deepak Chahar)। ভারতীয় দলের এই প্লেয়ার চোটের কারণে প্রায়শই দলের বাইরে থাকেন। তবে, দলে সুযোগ পেলে তার পারফরমেন্স ভালোই হয়ে যায়। আর সামনের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। গতবার ভারতীয় দল যখন শিখর ধাওয়ানের (Shikahr Dhawan) নেতৃত্বে শ্রীলংকা গিয়েছিল তখন দলের হয়ে বেশ অসাধারণ পারফরমেন্স দেখিয়েছিলেন দীপক। সে কারণেই তাকে দলে সুযোগ না দিলে সমস্যায় পড়বে টিম ইন্ডিয়া। তার ক্যারিয়ারের কথা বলতে গেলে, ১৩ টি ওডিআই ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন ও ২৪ টি টোয়েন্টি ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন।