২০২৩ সাল জুড়েই একাধিক টুর্নামেন্ট ও সিরিজ খেলতে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়া। এবার পালা এশিয়া কাপ ২০২৩ (Asia Cup 2023) জয়ের। আর এই এশিয়া কাপকেই কেন্দ্র করে তৈরি হয়েছিল নানা বিশৃঙ্খলা। বিগত ৮-৯ মাস ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) আয়োজন নিয়ে চলছিল জল্পনা , ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) আগেই জানিয়ে দিয়েছিলেন ভারতীয় দল কোনোমতেই পাকিস্তানে যাবে না। যেকারণে গতকাল অর্থাৎ বুধবার হাইব্রিড মডেলের উপর ভিত্তি করেই অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে।
আগামী ৩০শে আগস্ট থেকে এই মহাদেশীয় টুর্নামেন্টটি শুরু হবে, যা খেলা হবে দুটি ভিন্ন দেশে। প্রথম সূচি টুইট করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) প্রধান জয় শাহ। এবং আনুষ্ঠানিকভাবে এসিসি প্রধান জয় শাহ এশিয়া কাপের সূচি ঘোষণা করেছেন। পাকিস্তান ও শ্রীলঙ্কায় এবারের ম্যাচ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট শুরু হবে ৩০ আগস্ট থেকে এবং ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এই টুর্নামেন্ট।
Read More: কোচের পর ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসিসকে ছাঁটাই করতে চলেছে RCB !!
A-1, A-2 ভিত্তিতে হবে সেমি ফাইনাল
মুলতানে পাকিস্তান ও নেপালের মধ্যে এশিয়া কাপ ২০২৩-এর সূচনা হতে চলেছে। পাকিস্তানে আসর বসলেও কেবলমাত্র চারটি ম্যাচই খেলা হবে ওখানে, বাঁকি ৯ ম্যাচ শ্রীলংকাতেই হবে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং সুপার ৪-এর একটি ম্যাচ হবে পাকিস্তানে। এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল এই দলগুলি এবং দ্বিতীয় গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ।
পাশাপাশি, A-1, A-2, B-1 এবং B-2ও শিডিউলে লেখা আছে যেটা কিছু ভক্ত বুঝতে পারেননি। দলগুলির যোগ্যতার সাথে এই পুরো বিষয়টি জড়িত। আসলে, পাকিস্তান হলো A-1 এবং A-2 হলো ভারত। শ্রীলঙ্কা হল B-1 এবং B-2 হলো বাংলাদেশ। ইতিমধ্যেই এসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই প্রমুখ চার দল কোয়ালিফাই না করলে নেপাল এবং আফগানিস্তানকে A-2 বা B-2 করে দেওয়া হবে।
ক্যান্ডিতে দেখা যাবে ভারত-পাকিস্তান সংঘর্ষ
এই বছরের ৫ অক্টোবর থেকে ভারতে আয়োজিত একদিনের বিশ্বকাপ ২০২৩ (WC 2023) এর পরিপ্রেক্ষিতে, এশিয়া কাপ ৫০ ওভারেই হওয়ার কথা রয়েছে। আর এই এশিয়া কাপে, সবথেকে বড় ম্যাচ হতে চলেছে ভারত-পাক ম্যাচ, সূচি অনুযায়ী, ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে অনুষ্ঠিত হবে এই মেগা ম্যাচ। একই সাথে, সুপার ৪-এর জন্য চিরপ্রতিদ্বন্দ্বী উভয় দলই যোগ্যতা অর্জন করে, তারপর আবারও ১০ সেপ্টেম্বর দুই দলের সংঘর্ষ দেখা যাবে।