এইমুহুর্তে দেশের আপামর ক্রিকেট প্রেমীর নজর সাউথ আফ্রিকা বনাম ভারত সিরিজের দিকে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হলো আগামী ১২ই সেপটেম্বর টেস্ট দলের তালিকা প্রকাশ পাবে। সকলের নজর এইবার রোহিত শর্মা দলে সুযোগ পায় কিনা সেইদিকে।ভারতের তারকা এই ব্যাটসম্যানের অবশেষে কি শিকে ছিড়বে টেস্টে ? এখন সেইটাই দেখার। এছাড়াও উঠে আসছে একাধিক প্রশ্ন যেমন কে এল রাহুল কি ফের সুযোগ পাবেন ওপেন করার? অথবা শামিকে নিয়ে কি ভাবছে বোর্ড ? সব প্রশ্নের উত্তর পাওয়া এখন খালি সময়ের অপেক্ষা।
একের পর এক ম্যাচে ওপেন করতে নেমে রাহুলের হতাশজনক পারফরম্যান্স রোহিতকে সুযোগ করে দিতে পারে আগামী অক্টোবর মাসে শুরু হতে চলা টেস্ট সিরিজে এমনটাই মনে করা হচ্ছে।
সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলে থাকলেও প্রথম এগারোয় সুযোগ হয়নি রোহিতের।যদিও অনেকেই ভেবেছিলেন তাকে ওপেন করতে দেখা যাবে, যখন দলের অন্যদুই ব্যাটসম্যান রাহানে এবং বিহারী চার নম্বরে ব্যাটিং করতে নামছে।
অন্যদিকে সুযোগ পাওয়ার মুখে দাড়িয়ে রয়েছেন প্রিয়ঙ্ক পান্চাল এবং অভিমুন্য ইশ্বরন।গুজরাটে অধিনায়ক পান্চাল ইতিমধ্যে অভিজ্ঞ হয়ে উঠেছেন।যেখানে দিলীপ ট্রফিতে ভারতের ” এ ” দলের হয়ে দাড়ুন পারফরম্যান্স দিতে দেখা গেছে অভিমুন্য ইশ্বরনকে।
আগামী ১৫ ই সেপটেম্বর, সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত।এরপর তারা মুখোমুখি হবেন তিন ম্যাচের টেস্টে।কোহলি,পুজারা , বিহারী এবং রাহানের মতো নিয়মিত সদস্যরা তো থাকছেন মনে করা হচ্ছে দলের বোলিং বিভাগে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।