এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় টি-টোয়েন্টি দলের আধিপত্য সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাত ধরে নতুন অধ্যায় রচনা করেছে। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ট্রফি জয় করার পর আবারও লাল বলের ক্রিকেটে কামব্যাক করছে ব্লু ব্রিগেডরা। আজ থেকে ঘরের মাঠে শুভমান গিলরা (Shubman Gill) ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নেমেছে। ইংল্যান্ডের (Ind vs ENG test series) বিপক্ষে টেস্ট সিরিজে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর এই সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়ছেন করুন নায়ারের (Karun Nair) মতো ব্যাটসম্যান। তবে সুযোগ পেয়েছেন দেবদত্ত পাড্ডিকালের (Devdutt Padikkal) মতো তরুণ তারকা। নতুন কৌশল সাজিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে জয় তুলে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্বে এগিয়ে থাকতে চাইছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ফলে এই টেস্ট ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
Read More: এশিয়া কাপ শেষ হতেই দেশ ছাড়া হলেন এই খেলোয়াড়, পেলেন দেশদ্রোহীর তকমা !!
ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজ (West Indies)
ম্যাচ নং: ১
তারিখ: ২/১০/২০২৫ থেকে ৬/১০/২০২৫
ভেন্যু: নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমেদাবাদ
সময়: সকাল ৯:৩০ (ভারতীয় সময়)
India vs West Indies Match Preview:
এই বছরের শুরুতেই লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ভারতের দুই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। তারপর ভারতীয় টেস্ট দলে একাধিক পরিবর্তন ঘটেছে। শুভমান গিলের নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাঠে নেমেছিল ব্লু ব্রিগেডরা। এই গুরুত্বপূর্ণ মহারণে সিরিজ ড্র হয়। ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন অধিনায়ক সহ কেএল রাহুল (KL Rahul), ঋষভ পান্থের (Rishabh Pant) মতো তারকা। এবার চোটের কারণে তারকা উইকেটকিপার ব্যাটসম্যান পান্থ ক্যারিবিয়ানদের বিপক্ষে দলে জায়গা পাননি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এই বছর শেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার (West Indies vs Australia Test Series) বিপক্ষে মাঠে নেমেছিল। সেই সিরিজে ৩-০ ব্যবধানে হারে রোস্টন চেজরা (Roston Chase)। এখনও পর্যন্ত ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১০০ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৩০ টি ম্যাচে ক্যারিবিয়ানরা এবং ২৩ টি ম্যাচে ব্লু ব্রিগেডরা জয়লাভ করেছে। এর সঙ্গেই ৪৭ টি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
পিচ রিপোর্ট (India vs West Indies Match Pitch Report)-

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম দুই দিন পেসাররা উপযুক্ত বাউন্স এবং সুইং পেয়ে থাকেন। এই সময় ব্যাটসম্যানরা আক্রমনাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে সুবিধা পান। তবে ম্যাচ যতো এগিয়ে যাবে পিচে ক্র্যাক তৈরি হয় যা স্পিনারদের অনেকটাই সাহায্য করে থাকে। ব্যাটসম্যানরা প্রথম দিকে সাহায্য পেলেও মূলত ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে বোলিং বান্ধব পিচ দেখতে পাওয়া যাবে। এই স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসের গড় রান ৩৫০ কাছাকাছি থাকে। তবে তৃতীয় এবং চতুর্থ ইনিংসে গড় রান ২৫০’এর নিচে নেমে যায়। এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মোট ১৫ টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৪ টি ম্যাচে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৪ টি ম্যাচে জয়লাভ করেছে। ৭ টি ম্যাচ ড্র হয়েছে।
ভারতের একাদশ-
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব
ওয়েস্ট ইন্ডিজের একাদশ-
ট্যাগেনারিন চন্দরপল, জন ক্যাম্পবেল, অ্যালিক অ্যাথানাজে, ব্রেন্ডন কিং, শাই হোপ, রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্ৰিভস, খারি পিয়েরে, জোমেল ওয়ারিকান, জেডন সিলস, জোহান লেইন