দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুক্রবার থেকে ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies 2nd test Match) বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নেমেছে। এই ম্যাচে প্রথম থেকে শুভমান গিলরা (Shubman Gill) দুরন্ত শুরু করেছে। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ওপেনিং করতে নেমে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিলেন। ২৫৮ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এছাড়াও সাই সুদর্শনের (Sai Sudarshan) ব্যাট থেকে ৮৭ রান এবং অধিনায়ক গিলের ব্যাট থেকে দুরন্ত একটি সেঞ্চুরি আসে।
প্রথম ইনিংসে ১৩৪.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান তুলে নিয়েছেন ব্লু ব্রিগেডরা। এরপর ইনিংসে ডিক্লিয়ারের সিদ্ধান্ত নেয় তারা। ক্যারিবিয়ানরা এই রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায়। তৃতীয় দিনের শেষেও ভারতীয় দল নিজেদের দাপট বজায় রেখেছে।
Read More: “গম্ভীর চায় না আমি থাকি..”, অস্ট্রেলিয়া সফরে জায়গা না পেয়ে বিস্ফোরক মন্তব্য মহম্মদ শামির !!
দুরন্ত কুলদীপ যাদব-

দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছিল। তৃতীয় দিনের শুরুতে ব্যাট হাতে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন শাই হোপ (Shai Hope) এবং টেভিন ইমলাচ (Tevin Imlach)। তবে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) বিধ্বংস বোলিং’এর সামনে তারা রীতিমতো আত্মসমর্পণ করেন। ভারতীয় এই স্পিনার শাই হোপকে ৩৬ রানে এবং টেভিন ইমলাচকে ২১ রানে মাঠের বাইরে পাঠিয়ে দেন।
এরপর ক্যারিয়ানদের হয়ে আর কোনো ব্যাটসম্যান সেইভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে কুলদীপ ২৬.৫ ওভারে ৮২ রান খরচ করে ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে নেন। এই ইনিংসে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) তুলে নেন ৩ টি উইকেট। এর ফলে রোস্টন চেজরা অনেকটাই পিছিয়ে থেকে মাত্র ২৪৮ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে যায়।
দ্বিতীয় ইনিংসে লড়াইয়ে ক্যাম্পবেল-

প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ওপেনিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট হাতে অন্যতম ভরসা হয়ে উঠেছেন জন ক্যাম্পবেল (John Campbell)। তিনি সাই হোপের (Shai Hope) সঙ্গে ইতিমধ্যেই ২০৭ বলে গড়েছেন ১৩৮ রানে পার্টনারশিপ। ক্যাম্পবেল বর্তমানে ১৪৫ বলে ৮৭ রানে অপরাজিত আছেন। সই হোপ ১০৩ বলে অপরাজিত ৬৬ রানে। তৃতীয় দিনের শেষে ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনও তারা ভারতের থেকে ৯৭ রানে পিছিয়ে রয়েছে।