আজ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে তৃতীয় চূড়ান্ত ওডিআই ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। বিশাখাপত্তনামে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ নিজেদের দখলে করতে প্রস্তুত ব্লু ব্রিগেডরা। শেষ ম্যাচে রায়পুরে লড়াই চালিয়েও লজ্জাজনক হারের সম্মুখীন হয় কেএল রাহুলের (KL Rahul) দল। ব্যাট হাতে রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) এবং বিরাট কোহলি (Virat Kohli) শতরান হাঁকিয়েও দলকে জয় এনে দিতে পারেননি। বল হাতে ব্যর্থ হন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krisna) থেকে হর্ষিত রানা (Harshit Rana)। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রীতিমতো সমালোচনার মুখে পড়ে। ফলে আজ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে ব্লু ব্রিগেডরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত।
Read More: শ্রেয়সের গার্লফ্রেন্ডের সঙ্গে চক্কর চালাচ্ছেন ধনুষ, অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় নায়িকা !!
IND vs SA ওডিআই সিরিজের সময়সূচি-

ম্যাচ নং: ০৩
তারিখ: ০৬/১২/২০২৫
ভেন্যু: এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম
সময়: দুপুর ১:৩০ (ভারতীয় সময়)
IND vs SA ম্যাচ প্রিভিউ-

প্রথম ম্যাচে রাঁচিতে বিরাট কোহলির দুরন্ত শতরানে ভর করে ভারতীয় দল ১৭ রানে জয় ছিনিয়ে নেয়। এই ম্যাচে ব্লু ব্রিগেডদের বোলিং আক্রমণ দুরন্ত ফর্মে ছিল। কুলদীপ যাদব (Kuldeep Yadav) ৪ টি এবং হর্ষিত রানা (Harshit Rana) ৩ টি করে উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন। দ্বিতীয় ম্যাচে কিং কোহলির সঙ্গে ব্যাট হাতে ভরসা হয়ে ওঠেন রুতুরাজ গায়কোয়াড। দুজনে মিলে শতরান হাঁকিয়ে দলকে লড়াইয়ে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু বোলিং অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত ব্লু ব্রিগেডদের ৪ উইকেটে হারের সম্মুখীন হতে হয়।
দ্বিতীয় ওডিআইতে এইডেন মার্করাম (Aiden Markram) দুরন্ত শতরান করে ম্যাচের সেরা নির্বাচিত হন। ফলে আজকের ম্যাচের ওপর সিরিজের ফলাফল নির্ভর করছে। উল্লেখ্য এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ৯৬ টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তার মধ্যে ৪১ টি ম্যাচে ব্লু ব্রিগেডরা এবং ৫২ টি ম্যাচে প্রোটিয়ারা জয়লাভ করেছে। ৩ টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।
টসে জিতে বোলিং’এর সিদ্ধান্ত নিল ভারত।
ভারতের একাদশ-
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), তিলক বর্মা, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, হর্ষিত রানা, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা
দক্ষিণ আফ্রিকার একাদশ-
এইডেন মার্করাম, কুইন্টন ডি কক (উইকেটকিপার), রয়্যান রিকেলটন, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, মার্কো জ্যানসেন, করবিন বশ, অটনিয়েল বার্টম্যান, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি