কুলদীপ-কৃষ্ণার বোলিং দাপট, ডি ককের দুরন্ত শতরানেও বড়ো ইনিংস গড়তে ব্যর্থ দঃ আফ্রিকা !! 1

বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Match) বিপক্ষে আজ ভারতীয় দল তৃতীয় ওডিআই ম্যাচে মাঠে নেমেছে। সিরিজ নির্ধারণকারি এই ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। ম্যাচে দীর্ঘ সময়ের পর আজ টসে জয়লাভ করে ব্লু ব্রিগেডরা। টসে জিতে কেএল রাহুল (KL Rahul) বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুরন্ত ফর্মে শুরু করেন কুইন্টন ডি কক (Quinton de Kock)। তার সঙ্গে অধিনায়ক টেম্বা বাভুমা‌ও (Temba Bavuma) হাল ধরেন। তবে বল হাতে প্রথম ইনিংসে কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krisna) রীতিমতো জ্বলে উঠেছিলেন। এর ফলে প্রোটিয়ারা প্রথম ইনিংসে ৩০০ রানেও পৌঁছাতে সক্ষম হয়নি।

Read More: শ্রেয়সের গার্লফ্রেন্ডের সঙ্গে চক্কর চালাচ্ছেন ধনুষ, অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় নায়িকা !!

ডি ককের দুরন্ত শতরান-

কুলদীপ-কৃষ্ণার বোলিং দাপট, ডি ককের দুরন্ত শতরানেও বড়ো ইনিংস গড়তে ব্যর্থ দঃ আফ্রিকা !! 2
Ind vs SA | Image: Getty Images

আজ দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে কুইন্টন ডি কক (Quinton de Kock) এবং রয়্যান রিকেলটন (Ryan Rickelton) ওপেনিং করতে আসেন। আর্শদীপ সিং (Arshdeep Singh)’এর দুরন্ত বলে প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন রিকেলটন। এরপর ডি কক টেম্বা বাভুমার (Temba Bavuma) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তারা ভারতীয় বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। জুটি বেঁধে গড়েন ১২১ বলে ১১৩ রানের পার্টনারশিপ।

আজ ৬৭ বলে ৪৮ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন প্রোটিয়া অধিনায়ক। তার ব্যাট থেকে আসে মোট ৫ টি চার। অন্যদিকে ডি কক ৮৯ বলে ১০৬ রান করে রীতিমতো জ্বলে ওঠেন। তিনি ৮ টি চার এবং ৬ টি ছয় দিয়ে ইনিংসটি সাজান। এর আগে প্রথম দুই ওডিআই ম্যাচে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছিলেন এই তারকা।

প্রসিদ্ধ কৃষ্ণা-কুলদীপের ম্যাজিক-

কুলদীপ-কৃষ্ণার বোলিং দাপট, ডি ককের দুরন্ত শতরানেও বড়ো ইনিংস গড়তে ব্যর্থ দঃ আফ্রিকা !! 3
Ind vs SA | Image: Getty Images

কুইন্টন ডি ককের শতরানে ভর করে দক্ষিণ আফ্রিকা একটা বড়ো ইনিংসের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা বল হাতে ভারতীয় দলের হয়ে ভরসা হয়ে ওঠেন। এর ফলে এইডেন মার্করাম (Aiden Markram), করবিন বশ (Corbin Bosch), মার্কো জ্যানসেনরা (Marco Jansen) রীতিমতো চাপে পড়ে যায়। একের পর এক উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান রেট অনেকেই ধীর হয়ে গিয়েছিল। ম্যাথু ব্রিটজক (Matthew Breetzke) ২৪ রান এবং ডেওয়াল্ড ব্রেভিসের ২৯ রান করে লড়াই চালানোর চেষ্টা করেন।

শেষ পর্যন্ত কেশব মহারাজের (Keshav Maharaj) অপরাজিত ২০ রানে ভর করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৭.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে। ভারতের হয়ে আজ বল হাতে সবচেয়ে সফল ছিলেন কুলদীপ যাদব। তিনি ১০ ওভারে ১ টি মেডেন এবং ৪১ রান খরচ করে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন‌। প্রসিদ্ধ কৃষ্ণাও ৯.৫ ওভারে ৬৬ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন আর্শদীপ সিং (Arshdeep Singh) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

Read Also: নতুন টেস্ট কোচ হচ্ছেন ভিভিএস লক্ষ্মণ, প্রাক্তন ক্রিকেটারের মন্তব্য নিয়ে চর্চা ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *