দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। চন্ডীগড়ে আরও একটি দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে ব্লু ব্রিগেডরা এগিয়ে থাকতে চাইছে। কটকে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এছাড়াও বোলিং আক্রমণের দাপট প্রোটিয়াদের দাঁড়াতেই দেয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে অনেকটাই স্বস্তির নিশ্বাস ফেলছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে তিনি এখনও একাদশে একাধিক বিষয়ের ওপর নজর রেখেছেন।
Read More: “যোগ্যতা নেই বিচার করে”, রোহিত-বিরাটের ভবিষ্যতের বিষয়ে অজিত আগারকারকে কটাক্ষ হরভজনের !!
IND vs SA টি-২০ সিরিজের সময়সূচি-

ম্যাচ নং: ০২
তারিখ: ১১/১২/২০২৫
ভেন্যু: মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়াম, চন্ডীগড়
সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)
IND vs SA ম্যাচের প্রিভিউ-

ভারতীয় দল কটকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিকে চাপের মুখে পড়ে যায়। ব্যাট হাতে ব্যর্থ হন শুভমান গিল (Shubman Gill) থেকে সূর্যকুমার যাদব। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। তিনি একাই ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। এরপর ব্লু ব্রিগেডদের হয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে জ্বলে ওঠেন আর্শদীপ সিং (Arshdeep Singh), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং বরুণ চক্রবর্তীরা (Varun Chakaravarthy)। ফলে মাত্র ৭৪ রানে এইডেন মার্করামরা (Aiden Markram) অলআউট হয়ে যায়। ১০১ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। উল্লেখ্য এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও ভারতীয় দল ৩১ টি টি-টোয়েন্টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৮ টি ম্যাচে ব্লু ব্রিগেডরা এবং ১২ টি ম্যাচে প্রোটিয়ারা জয়লাভ করেছে। ১ টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ভারতের একাদশ-
অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটকিপার), আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ-
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো জ্যানসেন, লুঙ্গি এনগিডি, লুথো সিপামলা, আটনিয়েল বার্টম্যান, রেজা হ্যান্ড্রিক্স, জর্জি লিনডে