দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Series) বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় দল হোয়াইটওয়াশ হলেও ওডিআই সিরিজে দুরন্ত ফর্মে রয়েছে। রাঁচিতে প্রথম ম্যাচেই ১৭ রানে জয় ছিনিয়ে নিয়েছে কেএল রাহুলরা (KL Rahul)। ম্যাচে ব্যাট হাতে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে আবারও শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এছাড়াও এই ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma) দুরন্ত অর্ধশতরান করেন। আজ রায়পুরে দ্বিতীয় ওডিআই ম্যাচে মাঠে নামতে চলেছে ব্লু ব্রিগেডরা। এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে নিতে পারলেই সিরিজ পকেটে পুরবে গৌতম গম্ভীরের (Gautam Gambhi) দল। অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রোটিয়ারাও।
Read More: নতুন বিয়ের তারিখ ফাইনাল স্মৃতি-পলাশের, এই দিনেই সাতপাক ঘুরবেন দুজন !!
IND vs SA ওডিআই সিরিজের সময়সূচি-

ম্যাচ নং: ০২
তারিখ: ০৩/১২/২০২৫
ভেন্যু: শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, রায়পুর
সময়: দুপুর ১:৩০ (ভারতীয় সময়)
IND vs SA ম্যাচের প্রিভিউ-
অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series) সফরের আগে ভারতীয় ওডিআই দলে একাধিক পরিবর্তন ঘটেছে। রোহিত শর্মাকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে আসা হয়। সম্প্রতি প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং করার সময় ঘাড়ে যন্ত্রণা অনুভব করেন গিল। এই চোটের কারণে বর্তমানে তিনি মাঠের বাইরে রয়েছেন। ফলে এইডেন মার্করামদের (Aiden Markram) বিপক্ষে ভারতীয় দলকে কেএল রাহুলকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে।
বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে রাঁচিতে রাহুলও নিচের দিকে ব্যাট করতে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে সাহায্য করেছিলেন। দলের হয়ে বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন হর্ষিত রানা (Harshit Rana) এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ফলে তারা আজ রায়পুরেও প্রভাব ফেলতে চলেছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত ভারত এবং দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ওডিআই সিরিজে মোট ৯৫ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ব্লু ব্রিগেডরা ৪১ টি ম্যাচে এবং প্রোটিয়ারা ৫১ টি ম্যাচে জয়লাভ করেছে। ৩ ম্যাচে কোনো ফলাফল আসেনি।
টসে জিতে দক্ষিণ আফ্রিকা বোলিং করার সিদ্ধান্ত নিল।
ভারতের একাদশ-

যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা
দক্ষিণ আফ্রিকার একাদশ-
এইডেন মার্করাম, কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক) টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, মার্কো জ্যানসেন, করবিন বশ, নন্দ্রে বার্গার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি