দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Match) বিপক্ষে আজ দ্বিতীয় ওডিআই ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। রায়পুরে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ নিজেদের দখলে করতে চাইছে ব্লু ব্রিগেডরা। তবে ম্যাচে আবারও টসে হেরে কেএল রাহুল (KL Rahul) অনেকটাই হতাশ হন। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে বিপক্ষকে ব্যাট করতে পাঠান টেম্বা বাভুমা (Temba Bavuma)।
ভারতীয় ওপেনিং জুটি রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) রীতিমতো হতাশ করেন। তবে আবারও দলের হয়ে ব্যাট হাতে রীতিমতো জ্বলে ওঠেন বিরাট কোহলি (Virat Kohli)। রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) সঙ্গে তার দুরন্ত শতরানে ভর করে বিশাল রানের লক্ষ্যমাত্রা দিল ভারত।
Read More: নতুন বিয়ের তারিখ ফাইনাল স্মৃতি-পলাশের, এই দিনেই সাতপাক ঘুরবেন দুজন !!
ব্যর্থ ওপেনিং জুটি-
আজ ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা ওপেনিং করতে আসেন। তবে তারা প্রথম থেকেই প্রোটিয়াদের বোলিং আক্রমণের সামনে চাপের মুখে পড়ে যায়। দীর্ঘ সময় ক্রিজে থাকলেও বড়ো শট খেলতে পারছিলেন না। ২৯ বলে ৪০ রানের পার্টনারশিপ গড়ে এই ওপেনিং জুটি। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সম্পূর্ণ পরাস্ত হন যশস্বী। আজ তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ২২ রান। হিটম্যান করেন ৮ বলে ১৪ রান।
জ্বলে উঠলেন বিরাট কোহলি-

প্রথম ম্যাচের মতোই আজ ব্যাটিং অর্ডারের ভরসা হয়ে ওঠেন বিরাট। তিনি রুতুরাজ গায়কোয়াডের সঙ্গে ১৫৬ বলে ১৯৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ফলে দল লড়াইয়ে পৌঁছায়। এর সঙ্গেই ৯০ বলে আরও একটি শতরানের মাইলস্টোন স্পর্শ করেন কোহলি। এটা ছিল তার আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটের ৫৩ তম শতরান। প্রথম ব্যাটসম্যান হিসেবে এই নজির স্থাপন করলেন তিনি। ম্যাচে শেষ পর্যন্ত ৯৩ বলে ১০২ রান করে মাঠ ছাড়েন এই তারকা। তিনি ৭ টি চার এবং ২ টি ছয় দিয়ে ইনিংসটি সাজিয়েছিলেন।
রুতুরাজের দুরন্ত শতরান-

বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে আজ দলের হয়ে আত্মবিশ্বাস জোগান রুতুরাজ গায়কোয়াড। প্রথম ম্যাচে সুযোগ কাজে লাগাতে না পারলেও রায়পুরের মাটিতে নিজেকে প্রমাণ করেন। প্রথম আন্তর্জাতিক ওডিআই শতরান সংগ্রহ করে ভক্তদের মন জয় করে নেন। ৮৩ বলে তার ব্যাট থেকে আসে ১০৫ রান। তিনি ১২ টি চার এবং ২ টি ছয় হাঁকিয়ে মুগ্ধ করেন। এরপর নিচের দিকে ব্যাট করতে নেমে কেএল রাহুল (KL Rahul) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) পার্টনারশিপ গড়েন।
অধিনায়ক আজও ব্যাট হাতে রীতিমতো জ্বলে উঠেছিলেন। ৪৩ বলে অপরাজিত ৬৬ রান করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে ২৭ বলে অপরাজিত ২৪ রান। ফলে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান তুলে নিয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জ্যানসেন (Marco Jansen) ২ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছেন। একটি করে উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিডি ও নন্দ্রে বার্গার।