আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনাল। এই ম্যাচ ঘিরে এখন দুবাইয়ের মাঠ নতুন করে সেজে উঠছে। ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) ফাইনালের উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। শেষ মূহুর্তের ছক সাজাতে গিয়ে কর্মদকর্তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পিচ। ফাইনাল কোন পিচে খেলা হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সূত্র অনুযায়ী ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) হাইভোল্টেজ ম্যাচ যে পিচে খেলা হয়েছিল সেই পিচেই আয়োজন করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত ম্যাচ। ফলে ভারতীয় স্পিনারা বিশেষ সুবিধা পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
পাকিস্তান বধের পিচেই ফাইনাল-

আগামীকাল অর্থাৎ ৯ মার্চ চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে ভারত নিউজিল্যান্ডের (IND vs NZ) বিপক্ষে মাঠে নামবে। ফলে ২০১৩ সালের পর আবারও ‘মেন ইন ব্লু’-দের কাছে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে গুরুত্বপূর্ণ ফাইনালের আগে রোহিত শর্মা বাহিনীদের জন্য সুখবর সামনে এলো। ভারত পাকিস্তানকে (IND vs PAK) যে পিচে পরাজিত করেছিল সেই পিচেই চূড়ান্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গ্রুপ পর্বে ২৩ ফেব্রুয়ারি ব্লু ব্রিগেডরা পাক বাহিনীদের মুখোমুখি হয়। এই পিচে ভারতীয় স্পিনাররা বিশেষ সাহায্য পেয়েছিলেন। কুলদীপ যাদব (Kuldeep Yadav) একাই ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। এছাড়াও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং অক্ষর প্যাটেল (Axar Patel) ১ টি করে উইকেট পান। যার ফলে মহম্মদ রিজওয়ানরা ২৪১ রানে অল আউট হয়ে যায়। তাই নিউজিল্যান্ডের বিপক্ষেও আগামীকাল ভারতীয় স্পিনাররা জ্বলে উঠবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে এখন একাদশে বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) উপস্থিতি রোহিতদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। তিনি গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে কার্যকরি ভূমিকা পালন করেছিলেন। ম্যাচে বরুণ চক্রবর্তী একাই ৫ উইকেট শিকার করেন।
দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ-

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) দুবাইয়ের পিচে যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রতিটি ম্যাচেই বোলাররা বিশেষ সুবিধা পাচ্ছেন। গত চার ম্যাচে এই মাঠে ইনিংসের গড় রান ২৪৬। শেষ দুবাইয়ের মাঠে টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতীয় দল অস্ট্রেলিয়া বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৬৪ রান সংগ্রহ করেছিল। মহম্মদ শামি (Mohammed Shami) ৩ টি এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ২ টি করে উইকেট সংগ্রহ করেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ৪৮.১ ওভারেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে মোট ১০ টি পিচ রয়েছে। অস্ট্রেলিয়ান কিউরেটর ম্যাথু স্যান্ডারি পিচ পরিচর্যার দায়িত্ব সামলাচ্ছেন। তার তত্ত্বাবধানেই দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনেক আগে থেকেই পিচগুলি তৈরি করা হয়েছে। তবে ভারতীয় ব্যাটসম্যানরা পিচ নিয়ে বেশি ভাবছেন না বলে জানিয়েছেন ভারতের সহকারী ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Shitanshu Kotak)।