নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে প্রথম ৩ ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে ভারতীয় দল দুরন্ত ফর্মে ছিল। বিশ্বকাপের আগে ব্যাট হাতে ফর্মে ফিরে এসেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ঈশান কিষাণ (Ishan Kishan) থেকে অভিষেক শর্মা (Abhishek Sharma) ব্লু ব্রিগেডদের ব্যাটিং অর্ডারকে আত্মবিশ্বাস দিচ্ছেন। বোলিং বিভাগেও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) থেকে আর্শদীপ সিং (Arshdeep Singh) প্রতিপক্ষদের চাপে মুখে ফেলে দিচ্ছেন। তবে দলে চোট সমস্যা বর্তমানে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) চিন্তার মধ্যে রেখেছে। অন্যদিকে সঞ্জু স্যামসন ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে দলকে রীতিমতো চাপের মুখে ফেলেছেন।
Read More: “ওকে ঘরে পাঠিও দাও..”, শ্রেয়স আইয়ার একাদশে সুযোগ না পাওয়ায় বিস্ফোরক ভারতের প্রাক্তন তারকা !!
IND vs NZ টি২০ সিরিজের সময়সূচি-

ম্যাচ নং: ০৫
তারিখ: ৩১/০১/২০২৬
ভেন্যু: গ্ৰিনফিল্ড ক্রিকেট স্টেডিয়াম
সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)
IND vs NZ Match Preview-

ভারতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে। এই ম্যাচে ডেভন কনওয়ে (Devon Conway) এবং টিম সেইফার্ট (Tim Seifert) দুরন্ত ব্যাটিং করে প্রথম ইনিংসে ভারতীয় দলকে চাপের মুখে ফেলে দিয়েছিল। তারা দুজনে মিলে ৫০ বলে ১০০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ম্যাচে ২১৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় কিউই বাহিনী। এই রান তাড়া করতে নেমে ভারতীয় টপ অর্ডার একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়।
রিঙ্কু সিং (Rinku Singh) ৩৯ রানে এবং শিবম দুবে (Shivam Dube) ৬৫ রান করে লড়াই চালালেও ভারত শেষ পর্যন্ত ১৬৫ রানে অলআউট হয়ে। এর ফলে কিউই বাহিনী ৫০ রানের বিশাল জয় ছিনিয়ে নেয়। উল্লেখ্য এখনও পর্যন্ত ২৯ টি টি-টোয়েন্টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড এবং ভারত। তার মধ্যে ১৭ টি ম্যাচে গৌতম গম্ভীরের দল এবং ১১ টি ম্যাচে ড্যারিল মিচেলরা (Daryl Mitchell) জয়লাভ করেছে। ১ টি ম্যাচ ড্র হয়।
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ভারতের একাদশ-
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী
নিউজিল্যান্ডের একাদশ-
ফিন অ্যালেন, টিম সেফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, লকি ফার্গুসন, ইশ সোধি, জ্যাকব ডাফি