ইন্দোরে আজ সিরিজ নির্ধারণকারী ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Series) বিপক্ষে জয় তুলে নিতে না পারলে ঘরের মাঠেই একদিনের সিরিজ হাতছাড়া করবে ব্লু ব্রিগেডরা। শেষ ম্যাচে রাজকোটে ৭ উইকেটে বিশাল জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল কিউই বাহিনী। এই ম্যাচে অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েও ভারতের হয়ে কাজে লাগাতে পারেননি নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) মতো তারকা। দলের বোলিং আক্রমণ রীতিমতো সমালোচনার মধ্যে পড়েছিল। ফলে আজ তৃতীয় ম্যাচে ভারতীয় একাদশে গুরুত্বপূর্ণ পরিবর্তন করলেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
Read More: নীতিশ-হর্ষিতকে অলরাউন্ডার বানাতে গিয়ে দলকে ধ্বংস করছেন গম্ভীর, ভক্তরা তুলছেন প্রশ্ন !!
IND vs NZ ওডিআই সিরিজের সময়সূচি:

ম্যাচ নং- ০৩
তারিখ- ১৮/০১/২০২৬
ভ্যেনু- হোলকার ক্রিকেট স্টেডিয়াম, ইন্দোর
সময়- দুপুর ১:৩০ (ভারতীয় সময়)
IND vs NZ Match Preview-

ভারতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে ৪ উইকেটে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল। এই ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) দুরন্ত ৯৩ রানের ইনিংস খেলে রীতিমতো চমক দেন। এছাড়াও ব্যাট হাতে অধিনায়ক গিল (Shubman Gill) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দুরন্ত ফর্মে ছিলেন। এরপর রাজকোটে প্রথম ইনিংসে ভারতীয় দলের একের পর এক টপ অর্ডার ব্যাটসম্যান ব্যর্থ হন। চাপের মুখে দাঁড়িয়ে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। কিন্তু দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে ড্যারিল মিচেল (Daryl Mitchell) অপরাজিত ১৩১ রানের দুরন্ত ইনিংস খেলে রীতিমতো চমক দেন।
এর ফলে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত এই দুই দল আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে মোট ১২২ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৬৩ টি ম্যাচে জয়লাভ করেছে ভারত এবং ৫১ টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। ৭ টি ম্যাচে কোনো ফলাফল আসেনি। ১ ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ভারতের একাদশ-
রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, আর্শদীপ সিং
নিউজিল্যান্ডের একাদশ-
ডেভন কনওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলাস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), মিচেল হে (উইকেটকিপার), জ্যাকরি ফোকস, ক্রিস্টিয়ান ক্লার্ক, জেডেন লেনক্স, কাইল জেমিসন