IND vs NZ TOSS REPORT: টসে হারল ভারত, একাদশে এন্ট্রি নিলেন ম্যাচ জয়ী তারকা !! 1

ভারতীয় দল ঘরের মাঠে ওডিআই সিরিজে নিজেদের দাপট বজায় রেখেছে। বরোদায় নিউজিল্যান্ডের বিপক্ষে (India vs New Zealand ODI Series) প্রথম ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে গেছে ব্লু ব্রিগেডরা। ফলে আজ শুভমান গিলরা (Shubman Gill) রাজকোটে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ নিজেদের দখলে করতে চাইছে। তবে প্রথম ম্যাচে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) চোট পেয়ে ছিটকে যাওয়া দলকে রীতিমতো চিন্তার মধ্যে রেখেছে। তার বদলে আজ একাদশে সুযোগ পেলেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। নিউজিল্যান্ড একাদশও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেল।

Read More: বিশ্বকাপে ভারতের রাজনীতি, পাক বংশোদ্ভূত খেলোয়াড়কে দেওয়া হলো না ভিসা !!

ওডিআই সিরিজের সময়সূচি:

IND vs NZ TOSS REPORT: টসে হারল ভারত, একাদশে এন্ট্রি নিলেন ম্যাচ জয়ী তারকা !! 2
IND vs NZ | Image: Getty Images

ভারত (India) বনাম নিউজিল্যান্ড (New Zealand)

ম্যাচ নং: ২

তারিখ: ১৪/০১/২০২৭

সময়: দুপুর ১:৩০ (ভারতীয় সময়)

ভ্যানু: নিরাঞ্জন শাহ স্টেডিয়াম, রাজকোট

India vs New Zealand Match Preview:

IND vs NZ TOSS REPORT: টসে হারল ভারত, একাদশে এন্ট্রি নিলেন ম্যাচ জয়ী তারকা !! 3
IND vs NZ | Image: Getty Images

বরোদায় প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড ৩০০ রান সংগ্রহ করে। কিউইদের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন দুই ওপেনার ডেভন কন‌ওয়ে (Devon Conway) এবং হেনরি নিকোলাস (Henry Nichollas)। এর সঙ্গেই ড্যারিল মিচেলের (Daryl Mitchell) ৮৪ রান সংগ্রহ করে রীতিমতো জ্বলে ওঠেন। ভারতের হয়ে বল হাতে প্রভাব ফেলার চেষ্টা করেন হর্ষিত রানা (Harshit Rana), মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে নেমে শুভমান গিল এবং বিরাট কোহলি (Virat Kohli) গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

কিং কোহলি একটুর জন্য শতরান করতে পারেননি। তার ব্যাট থেকে আসে ৯৩ রান। শ্রেয়স আইয়ার‌ও (Shreyas Iyer) ৪৯ রানের ইনিংস খেলেন। এর সঙ্গে কেএল রাহুল ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করে দলকে দুরন্ত জয় ছিনিয়ে এনে দেন। রাজকোটের পিচটিও ব্যাটিং বান্ধব হিসেবে ধরা দিতে চলেছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত ভারত এবং নিউজিল্যান্ড আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ১২১ টি ম্যাচে অংশগ্রহণ করেছে‌‌। তার মধ্যে ৬৩ টি ম্যাচে জয়লাভ করেছে ব্লু ব্রিগেডরা। ৫০ টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে কিউইরা। ৭ টি ম্যাচ ড্র হয়েছে এবং ১ টি ম্যাচে কোনো ফলাফল আসেনি।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

ভারতের একাদশ:

রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা

নিউজিল্যান্ডের একাদশ:

ডেভন কন‌ওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলাস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেস‌ওয়েল (অধিনায়ক), মিচেল হে (উইকেটকিপার), জ্যাকরি ফোকস, ক্রিস্টিয়ান ক্লার্ক, জেডেন লেনক্স, কাইল জেমিসন

Read Also: BCCI’এর কর্তার সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক, ২০ বছরের বিবাহিত জীবনে ইতি টানছেন বীরেন্দ্র সেহবাগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *