সেফার্ট-কন‌ওয়ের দুরন্ত লড়াই, বুমরাহদের চোখে-চোখ রেখে ২০০ গন্ডি পেরল নিউজিল্যান্ড !! 1

টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে ভারতীয় একাদশ নিয়ে এখনও পরিক্ষা-নিরিক্ষা চালাচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দলে রয়েছে একাধিক চোট সমস্যা। তবে এর মধ্যেই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে দুরন্ত ফর্মে রয়েছে ব্লু ব্রিগেডরা। প্রথম তিন ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ ছিনিয়ে নিয়েছে ভারত। আজ গুরুত্বপূর্ণ এই সিরিজের চতুর্থ ম্যাচে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) মাঠে নেমেছে। বিশাখাপত্তনমে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে গৌতম গম্ভীরের দল। টিম সেফার্ট (Tim Seifert) ও ডেভন কন‌ওয়ের (Devon Conway) দুরন্ত ব্যাটিংয়ে যোগ্য লড়াই চালায় কিউইরা।

Read More: বিশ্বকাপের কোনো ম্যাচ সম্প্রচার করবে না বাংলাদেশ, ICC’এর চরম অপমানের দিচ্ছে জবাব !!

দুরন্ত ওপেনিং জুটি-

সেফার্ট-কন‌ওয়ের দুরন্ত লড়াই, বুমরাহদের চোখে-চোখ রেখে ২০০ গন্ডি পেরল নিউজিল্যান্ড !! 2
IND vs NZ | Image: Getty Images

আজ ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন টিম সেফার্ট ও ডেভন কন‌ওয়ে। তারা আর্শদীপ সিং (Arshdeep Singh), হর্ষিত রানাদের (Harshit Rana) ওপর প্রথম থেকেই চাপ সৃষ্টি করেন। দুজনে মিলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ৫০ বলে ১০০ রানের পার্টনারশিপ গড়েন কিউই জুটি। সেফার্টের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৬২ রান। তার ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ৩ টি ছয়। অন্যদিকে ডেভন ২৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। তিনি ইনিংসটি ৪ টি চার এবং ৩ টি ছয় দিয়ে সাজান।

লড়াইয়ে ফেরে ব্লু ব্রিগেডরা-

সেফার্ট-কন‌ওয়ের দুরন্ত লড়াই, বুমরাহদের চোখে-চোখ রেখে ২০০ গন্ডি পেরল নিউজিল্যান্ড !! 3
IND vs NZ | Image: Getty Images

ওপেনিং জুটির বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতীয় বোলিং আক্রমণ চাপের মুখে পড়ে গেলেও লড়াই চালিয়ে যান জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), কুলদীপ যাদবরা (Kuldeep Yadav)। তাদের দুরন্ত বোলিং’এ নিউজিল্যান্ডের মিডল অর্ডারে ধস নামে। রাচিন রবীন্দ্রকে (Rachin Ravindra) ক্রিজে দাঁড়াতে দেননি জসপ্রীত। মাত্র ৪ বলে ২ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন এই কিউই তারকা। চলতি সিরিজে দুরন্ত ফর্মে থাকা গ্লেন ফিলিপস (Glenn PhilIips) কুলদীপ যাদবের বলে রিঙ্কু সিং (Rinku Singh)’কে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন।

তার ব্যাট থেকে আসে ১৬ বলে মাত্র ২৪ রান‌। মার্ক চাপম্যান (Mark Chapman) মাঠ ছাড়েন মাত্র ৯ রানে। এইরকম পরিস্থিতিতে ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে দলের হয়ে ভরসা দেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। তিনি ১৮ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলে স্কোরবোর্ড সচল রাখেন। তার ব্যাট থেকে আসে ৩ টি ছয় এবং ২ টি চার। এইরকম রানের ওপর ভর করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করেছে।

ভারতের হয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেছেন আর্শদীপ সিং। ৪ ওভারে ৩৯ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব‌ও। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ টি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ। এছাড়াও রবি বিষ্ণোইও (Ravi Bishnoi) ১ টি উইকেট নিজের দখলে করেছেন।

Read Also: ডিভোর্সের সঙ্গে গেল ৩০০ কোটি টাকা, চর্চায় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি বিবাহ বিচ্ছেদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *