চাপের মুখে রাহুলের দুরন্ত শতরান, রাজকোটে প্রথম ইনিংসে প্রসংশনীয় লক্ষমাত্রা দিল ভারত !! 1

ভারতীয় দল বরোদায় নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Match) বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিল। এরপর আজ রাজকোটে কিউই বাহিনীদের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে মাঠে নেমেছে ব্লু ব্রিগেডরা। এই ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে চাপের মুখে দাঁড়িয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিল (Shubman Gill)। মিডল অর্ডারে এসে হাল ধরেন কেএল রাহুল (KL Rahul)। তার দুরন্ত ব্যাটিংয়ে লড়াইয়ে ফিরেছে দল। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে সংগ্রহ করতে হবে ২৮৫ রান।

Read More: বিশ্বকাপে ভারতের রাজনীতি, পাক বংশোদ্ভূত খেলোয়াড়কে দেওয়া হলো না ভিসা !!

ওপেনিং জুটির লড়াই-

চাপের মুখে রাহুলের দুরন্ত শতরান, রাজকোটে প্রথম ইনিংসে প্রসংশনীয় লক্ষমাত্রা দিল ভারত !! 2
IND vs NZ | Image: Getty Images

আজ ভারতের হয়ে ওপেনিং করতে আসেন রোহিত শর্মা এবং শুভমান গিল। দুজনে মিলে কিছুটা ধীর গতিতে ব্যাটিং শুরু করেন। গত ম্যাচে অর্ধশতরান করেছিলেন অধিনায়ক গিল। আজকের ম্যাচে দলের জন্য শক্ত ভিত গড়ে দেন এই তারকা। হিটম্যানের সঙ্গে জুটি বেঁধে ৭০ বলে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন। রোহিত ৩৮ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে ৪ টি চার।

এরপর গিল বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে জুটি বাঁধেন। ক্রিস্টিয়ান ক্লার্ক (Kristian Clarke) রোহিত শর্মাকে আউট করার পর কিং কোহলিকেও বিপাকে ফেলেন প্রথম ইনিংসে। সরাসরি উইকেট উড়িয়ে দিয়ে ২৩ রানে ফেরান এই তারকাকে। ২৯ বল খেলে ২ টি চার মেরেছিলেন তিনি। তবে শুভমান গিল ৫৩ বলে ৫৬ রানের ইনিংস খেলে দলকে ভরসা দেন। তিনি মারেন একটি ছয় এবং ৯ টি চার।

জ্বলে উঠলেন রাহুল-

চাপের মুখে রাহুলের দুরন্ত শতরান, রাজকোটে প্রথম ইনিংসে প্রসংশনীয় লক্ষমাত্রা দিল ভারত !! 3
IND vs NZ | Image: Getty Images

টপ অর্ডারে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) আজ কিউইদের বিপক্ষে বড়ো ইনিংস গড়তে পারেননি। ক্রিস্টিয়ান ক্লার্ক এই তারকা ব্যাটসম্যানকে ফেরান মাত্র ৮ রানে। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং নীতিশ কুমার রেড্ডিও (Nitish Kumar Reddy) দলকে ভরসা দিতে ব্যর্থ হন। জাদেজা ৪৪ বলে ২৭ রান করে এবং নীতিশ কুমার ২১ বলে ২০ রান করে ড্রেসিংরুমে ফেরেন। এর ফলে এক সময় ভারতের রান ২৫০ পৌঁছাবেও না বলে মনে করা হচ্ছিল।

তবে আজ ৫ নম্বরে ব্যাট করতে নেমে কেএল রাহুল (KL Rahul) আবারও নিজের জাত চেনান‌। ধৈর্য ধরে ক্রিজে দাঁড়িয়ে থেকে একাই লড়াই চালান। দলের হয়ে বছরের প্রথম শতরান হাঁকিয়ে নায়ক হয়ে ওঠেন। তিনি ৯২ বলে ১১২ রানে অপরাজিত থাকেন। ব্যাট থেকে আসে ১১ চার এবং ১ টি ছয়। ফলে ভারতীয় দল প্রথম ইনিংসে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করেছে। নিউজিল্যান্ডের হয়ে এই ইনিংসে ক্রিস্টিয়ান ক্লার্ক ৮ ওভারে ৫৬ রান দিয়ে তুলে নেন মোট ৩ টি উইকেট।

Read More: বিশ্বকাপে ভারতের রাজনীতি, পাক বংশোদ্ভূত খেলোয়াড়কে দেওয়া হলো না ভিসা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *