ইডেনের ঘূর্ণি পিচে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নেমেছিল ভারতীয় দল। ম্যাচে প্রথম থেকেই বোলিং আক্রমণের দাপট ব্যাটসম্যানদের চাপের মুখে রেখেছিল। ম্যাচে প্রথমে টসে জিতে অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রথম ইনিংসেই মাত্র ১৫৯ রানে প্রোটিয়াদের অলআউট করে দেয় ব্লু ব্রিগেডরা। এই ইনিংসে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। কিন্তু শুভমান গিলের (Shubman Gill) দলও প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়। কেএল রাহুল (KL Rahul), ওয়াশিংটন সুন্দর (Washington Sundor), ঋষভ পান্থরা (Rishabh Pant) লড়াই চালালেও মাত্র ১৮৯ রানে শেষ হয় ইনিংস।
Read More: আন্দ্রে রাসেলের নাইট মহাকাব্যের শেষ, ভক্তদের চোখের জলেই বিদায় ক্যারিবিয়ান তারকার !!
ভারতের লজ্জাজনক হার-

আজ দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে একমাত্র টেম্বা বাভুমা ঢাল হয়ে ওঠেন। তার অপরাজিত ৫৫ রানে ১৫৩ রানের ইনিংস গড়ে প্রোটিয়ারা। ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১২৪ রান তাড়া করতে নেমে সাইমন হারমের (Saimon Harmer) বোলিং’য়ে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। এই ইনিংসেও ৩১ রান করে লড়াই চালান ওয়াশিংটন। অক্ষর প্যাটেলের ব্যাট থেকে আসে ২৬ রান। কিন্তু ৩ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। দু’জন ব্যাট হাতে করেন মাত্র ১ রান। অন্যদিকে চোটের কারণে মাঠেই নামতে পারেননি গিল। ফলে তার খাতাতেও ছিল শূন্য।
এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় ব্লু ব্রিগেডরা। হাতে সময় থাকলেও লড়াই করতে সম্পূর্ণ ব্যর্থ হয় তারা। এর সঙ্গেই ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা। লজ্জাজনক হারের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় মুখে পড়েছে শুভমান গিলের দল। একজন ক্রিকেট ভক্ত তীব্র সমালোচনা করে লিখেছেন,“নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে দল। বর্ডার গাভাস্কার ট্রফিতেও ব্যর্থ হয় ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে পরাজিত হয়েছে ব্লু ব্রিগেডরা। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ হারল। আমরা আর এই জোকার কোচকে দেখতে চাইনা।”
“কোহলি (Virat Kohli)-শাস্ত্রী (Ravi Shastri) যুগে প্রতিপক্ষরা ভারতীয় টেস্ট দলকে ভয় পেতো। গৌতম গম্ভীর (Gautam Gambhir)-গিলরা তাদের ধারে কাছেও যেতে পারবেন না।”, বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন সমর্থকরা। “বিরাট কোহলির সময় ভারত ৮ বছরে মাত্র ২ টি টেস্ট ঘরের মাঠে হেরেছিল। গৌতম গম্ভীর কোচ থাকাকালীন ভারত ঘরের মাঠে এক বছরে ৪ টি টেস্ট হেরেছে। অবিলম্বে পদত্যাগ করা উচিত গম্ভীরের।, ” বলেও দাবি তুলছেন নেটিজেনরা।