'মাথায় পোকা হয়েছে গম্ভীরের..', নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ে সমালোচনার মুখে ভারতীয় দল !! 1

আজ বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিল ভারতীয় দল। এই ম্যাচের আগে পরপর তিন ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে ছিল ব্লু ব্রিগেডরা‌। অভিষেক শর্মাদের (Abhishek Sharma) হারানো কার্যত কিউই বাহিনীদের কাছে অবিশ্বাস্য বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। তবে আজ সমস্ত সমীকরণ বদলে দেয় মিচেল স্যান্টনাররা (Mitchell Santner)। প্রথম ইনিংসে টিম সেফার্ট (Tim Seifert) ও ডেভন কন‌ওয়ের (Devon Conway) দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ২১৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। এই রান তাড়া করতে নেমে আজ দাঁড়াতেই পারেনি সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)।

Read More: বিশ্বকাপের কোনো ম্যাচ সম্প্রচার করবে না বাংলাদেশ, ICC’এর চরম অপমানের দিচ্ছে জবাব !!

ভারতের লজ্জাজনক হার-

'মাথায় পোকা হয়েছে গম্ভীরের..', নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ে সমালোচনার মুখে ভারতীয় দল !! 2
IND vs NZ | Image: Getty Images

আজ প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে টিম সেফার্ট ও ডেভন কন‌ওয়ের দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তারা দুজনে মিলে ৫০ বলে ১০০ রানের পার্টনারশিপ গড়েন। সেফার্ট ৩৬ বলে ৬২ রান করে জ্বলে উঠেছিলেন। ডেভন ২৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। শেষে ড্যারিল মিচেলের (Daryl Mitchell) ১৮ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস দলকে মজবুত জায়গায় পৌঁছে দেয়।

নিউজিল্যান্ড ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট ২১৫ রান সংগ্রহ করে নেয়। এই রান তাড়া করতে নেমে আজ ভারতীয় টপ অর্ডারের বিপর্যয় লক্ষ্য করা যায়। অভিষেক শর্মা শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। সঞ্জু স্যামসন (Sanju Samson) ২৪ রান করলেও সূর্যকুমার ফেরেন ৮ রান করে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) করেন মাত্র ২ রান। এইরকম পরিস্থিতিতে রিঙ্কু সিং (Rinku Singh) এবং শিবম দুবে (Shivam Dube) লড়াই চালান। রিঙ্কুর ব্যাট থেকে আসে ৩৯ রান। শিবমের ব্যাট থেকে আসে মাত্র ২৩ বলে ৬৫ রান। ৭ টি ছক্কা এবং ৩ টি চার হাঁকান।

তবে শেষ রক্ষা হয়নি। ১৮.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় ব্লু ব্রিগেডরা। এর ফলে নিউজিল্যান্ড ৫০ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে। বিশ্বকাপের আগে এই লজ্জাজনক হার মেনে নিতে পারছেন না নেটিজেনরা। বারবার একাদশে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পরিবর্তন নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। “সঞ্জু স্যামসনকে অন্ধের মতো বিশ্বাস করছেন গম্ভীর। বিশ্বকাপের আগে এটা দলের জন্য ভালো নয়।”, বলে উল্লেখ করছেন ক্রিকেট ভক্তরা। এক সমর্থক লিখেছেন, “আজ ঈশান কিষাণের (Ishan Kishan) বদলে অবশ্যই শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) সুযোগ দেওয়া উচিত ছিল।” “একটা জোকার কোচের জন্য দলটা শেষ হয়ে যাচ্ছে।”, বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: ডিভোর্সের সঙ্গে গেল ৩০০ কোটি টাকা, চর্চায় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি বিবাহ বিচ্ছেদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *