'কচু গাছে ফাঁসি দাও..', নিউজিল্যান্ডের 'B' টিমের কাছে হেরে ভক্তদের নিশানায় গম্ভীরের ভারতীয় দল !! 1

ঘরের মাটিতে ভারতীয় দলকে ওডিআই সিরিজে হারানো যেকোনো দলের কাছেই স্বপ্ন হয়ে থাকে। আজ সিরিজ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ড (India vs New Zealand ODI Series) ইন্দোরে ব্লু ব্রিগেডদের বিপক্ষে মাঠে নামে। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন শুভমান গিল (Shubman Gill)। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন ড্যারিল মিচেল (Daryl Mitchell) এবং গ্লেন ফিলিপস (Glenn PhilIips)। তাদের দুরন্ত ইনিংসে বিশাল রানের লক্ষ্যমাত্রা দেয় কিউই বাহিনী। এই রান তাড়া করতে নেমে ভারতের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। বিরাট কোহলি (Virat Kohli) হাল ধরলেও শেষ পর্যন্ত মুখ রক্ষা করতে পারল না গৌতম গম্ভীরের দল।

Read More: নীতিশ-হর্ষিতকে অলরাউন্ডার বানাতে গিয়ে দলকে ধ্বংস করছেন গম্ভীর, ভক্তরা তুলছেন প্রশ্ন !!

ভারতের লজ্জাজনক হার-

'কচু গাছে ফাঁসি দাও..', নিউজিল্যান্ডের 'B' টিমের কাছে হেরে ভক্তদের নিশানায় গম্ভীরের ভারতীয় দল !! 2
IND vs NZ | Image: Getty Images

আজ নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যর্থ হ‌ওয়ার পর দলের হয়ে হাল ধরেন ড্যারিল মিচেল‌‌‌ এবং গ্লেন ফিলিপস। তারা দুজনে মিলে ১৮৬ বলে গুরুত্বপূর্ণ ২১৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে এগিয়ে নিয়ে যান। মিচেলের বিধ্বংসী ব্যাটিং ভারতীয় বোলিং আক্রমণকে অসহায় করে দিয়েছিল। তিনি ১৩১ বলে ১৩৭ রান করেন। ব্যাট থেকে আসা ১৫ টি চার এবং ৩ টি ছয় ভক্তদের মন জয় করে নেয়। আজ প্রশংসনীয় শতরান হাঁকান গ্লেন ফিলিপস‌ও। এই তারকা ৮৮ বলে ১০৬ রান করেন। এই তারকা ৯ টি চার এবং ৩ টি ছক্কা দিয়ে সাজিয়েছিলেন‌ ইনিংসিটি।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৮ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ব্লু ব্রিগেডরা। ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে গিল বাহিনী। গত ম্যাচে শতরান করা কেএল রাহুল (KL Rahul) ফেরেন মাত্র ১ রানে। এইরকম পরিস্থিতিতে দলের ভরসা হয়ে ওঠেন বিরাট কোহলি। তার সঙ্গে নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) এবং পরে হর্ষিত রানা (Harshit Rana) জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন‌। এই দুই তারকার ব্যাট থেকে অর্ধশতরান আসে।

অন্যদিকে কোহলি ১০৮ বলে ১২৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১০ টি চার এবং ৩ টি ছয়। তবে শেষ রক্ষা করতে পারেননি তিনি। ৪৬ ওভারে ২৯৬ রানে অলআউট হয়ে যায় গৌতম গম্ভীরের দল। ফলে নিউজিল্যান্ড ৪১ রানে জয় ছিনিয়ে নিয়ে প্রথমবারের মতো ভারতের মাটিতে ওডিআই সিরিজ জয় করে দৃষ্টান্ত তৈরি করে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে গিল বাহিনী।

এক ক্রিকেট ভক্ত ট্রোল করে লিখেছেন, “গৌতম গম্ভীর ভারতীয় দলের জন্য ইতিহাস তৈরি করেছেন। তার সময়ে নিউজিল্যান্ডের ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় করেছে এবার প্রথমবার ওডিআই সিরিজ জয় করল।” “রোহিত শর্মাকে (Rohit Sharma) নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে দলের এই হাল করেছেন গম্ভীর।”, বলেও কটাক্ষ করছেন সমর্থকরা। “দল যখন চাপে থাকে তখনই গিলের ব্যাট বন্ধ হয়ে যায়। ছাপড়ি ক্রিকেটার।”, বলেও উল্লেখ করছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: ‘অ‌ওকাতের মধ্যে থাক..’, বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন বৈভব সূর্যবংশী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *