"গম্ভীরের রাজনীতির কারণে..", নিউজিল্যান্ডের বিপক্ষে রাজকোটে ভারতের হারে ক্ষোভ প্রকাশ ভক্তদের !! 1

বুধবার রাজকোটে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে মাঠে নেমেছিল ভারতীয় দল (India vs New Zealand ODI Match)। এই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ ছিনিয়ে নেওয়াই শুভমান গিলের (Shubman Gill) প্রধান লক্ষ ছিল। টসে জিতে ম্যাচে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে এই ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন গিল। এছাড়াও কেএল রাহুল (KL Rahul) দুরন্ত শতরান করে দৃষ্টান্ত তৈরি করেন। ফলে ২৮৫ রানের লক্ষ্যমাত্রা দেয় ব্লু ব্রিগেডরা। এই রান তাড়া করতে নেমে কিউইদের হয়ে জ্বলে ওঠেন উইল ইয়ং (Will Young) এবং ড্যারিল মিচেল (Daryl Mitchell)। এর ফলে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে নিউজিল্যান্ড সিরিজে সমতা ফেরাল।

Read More: বিশ্বকাপে ভারতের রাজনীতি, পাক বংশোদ্ভূত খেলোয়াড়কে দেওয়া হলো না ভিসা !!

নিউজিল্যান্ডের দুরন্ত জয়-

"গম্ভীরের রাজনীতির কারণে..", নিউজিল্যান্ডের বিপক্ষে রাজকোটে ভারতের হারে ক্ষোভ প্রকাশ ভক্তদের !! 2
IND vs NZ | Image: Getty Images

আজ প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে শুভমান গিল রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন। ৭০ বলে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন তারা। রোহিত ৩৮ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন। তবে শুভমান গিল ৫৩ বলে ৫৬ রানের ইনিংস খেলে দলের ভরসা হয়ে উঠেছিলেন। এরপর বিরাট কোহলি (Virat Kohli) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ব্যর্থ হ‌ওয়ায় দল চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে ব্যাট হাতে একাই স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান কেএল রাহুল (KL Rahul)। তিনি ম্যাচে আজ দুরন্ত শতরান হাঁকিয়ে রীতিমতো চমক দিয়েছেন।

তার ব্যাট থেকে আসে ৯২ বলে অপরাজিত ১১২ রান। ইনিংসটি সাজান ১১ চার এবং ১ টি ছয় দিয়ে। ফলে ভারতীয় দল প্রথম ইনিংসে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে আজ উইল ইয়ং এবং ড্যারিল মিচেল গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেন। উইল ইয়ং ৯৮ বলে ৮৭ রানের ইনিংস খেল আউট হলে গেলেও ড্যারিল মিচেল নিজের ধৈর্য্যের পরিচয় দেন। তিনি অপরাজিত ১৩১ রানের ইনিংস খেলে দলকে দুরন্ত জয় ছিনিয়ে এনে।

৭ উইকেটে বিশাল জয় তুলে নিয়ে নিউজিল্যান্ড সিরিজে সমতা ফিরিয়েছে। ফলে সমালোচনার মুখে পড়েছে ব্লু ব্রিগেডরা। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “ভারতীয় বোলারদের ব্যর্থতার কারণে রাহুলের শতরান সম্পূর্ণ জলে গেছে।” “ধারাবাহিকভাবে রান দেওয়ার পরেও কেন কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) ১০ ওভার বোলিং করানো হলো? মহম্মদ শামিকে (Mohammed Shami) এইরকম পরিস্থিতিতে দরকার ছিল।”, বলেও প্রশ্ন তুলছেন ক্রিকেট ভক্তরা। “অনভিজ্ঞ গিলকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া উচিত হয়নি। গৌতম গম্ভীরের রাজনীতির কারণে দলটা শেষ হয়ে যাচ্ছে।”, বলেও উল্লেখ করছেন নেটিজেনরা।

দেখুন সেই ট্যুইট চিত্র-

https://x.com/i/status/2011467474408194366

Read Also: বিশ্বকাপে ভারতের রাজনীতি, পাক বংশোদ্ভূত খেলোয়াড়কে দেওয়া হলো না ভিসা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *